আগামী ২রা জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত হবে এবারে বিশ্বকাপ । ঘরের মাঠে ভিনদেশীদের নিয়ে প্রস্তুত যুক্তরাষ্ট্র ।অবাক করার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডে একজন বাদে সকলেই অন্য দেশের ক্রিকেটার। ভিন্ন ভিন্ন দেশের ১৫ জন ক্রিকেটার নিয়ে গড়ে উঠেছেযুক্তরাষ্ট্র দল । তবে সবচেয়ে বেশি আটজন ভারতের। এছাড়াও পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ,নিউজিল্যান্ড, জামাইকা, বার্বাডোস ও কানাডা থেকেও ক্রিকেটার রয়েছে যুক্তরাষ্ট্র দলে। যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল ভারতের গুজরাটে জন্ম নিলেও পরিবারের সাথে চলে এসেছেন যুক্তরাষ্ট্রে। ২০১২ সালে তিনি যুবদের বিশ্বকাপে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন। যুক্তরাষ্ট্রের আরেক ক্রিকেটার হারমিত সিং। আইপিএল এর রাজস্থানের হয়ে খেলা হারমিত এখন পুরোপুরি আমেরিকার ক্রিকেটার বনে গেছেন। জগদীশ সিং ভারতীয় বংশোদ্ভূত হলেও তিন বছর বয়স থেকে আছেন যুক্তরাষ্ট্রে।
২০১৫ সালে এই দলের হয়েই অভিষেক হয়েছিল তার । মিলিন্দ কুমার আইপিএলে খেলেছেন কয়েক বছর । যুক্তরাষ্ট্রের হয়ে তারঅভিষেক ২০২১ সালে । বাঁহাতি স্পিনার নিসর্গ প্যাটেল ও ভারতীয়। নস্তূষা প্রদীপ কেনজিগে আটলান্টায় জন্ম নিলেও খেলেছেন ভারতের ঘরোয়া ক্রিকেট। পরে সেখানে সুবিধা করতে না পেরে চলে এসেছেন যুক্তরাষ্ট্রে । লোকেশ রাহুলের সাথে ২০১০ এর যুব বিশ্বকাপ ভারতের হয়ে খেলেছিলেন সৌরভ নেত্রাভালকার । সৌরভ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন যুক্তরাষ্ট্রের হয়ে খেলছিল নিয়মিতই। নীতিশ কুমার জন্মসূত্রে ভারতীয় না হলেও তার পূর্বপুরুষ ভারতীয় ,তার জন্ম কানাডায় । তিনি কানাডার জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন । কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের চেনা মুখ । কিউইদের হয়ে খেলেছেন অনেক দিন। আরন জোন্স এসেছে বার্বাডোজ থেকে। আলী খান এবং শায়ন জাহাঙ্গীর পাকিস্তানের । আন্দ্রিয়াস ফোন শার্লকউইক দক্ষিণ আফ্রিকান। কাগজে-কলমে একজনই যুক্তরাষ্ট্রের তিনি হচ্ছেন ওপেনার স্টিভ টেলর ।
Discussion about this post