বুধবার আন্তঃমহাদেশীয় কাপের জন্য ভারতীয় ফুটবল দলের সম্ভাব্য ২৬ জনের দল ঘোষণা করা হল। ইগর স্টিমাচের বিদায়ের পর প্রথম সফর হতে চলেছে মানোলো মার্কেসের। সেই প্রতিযোগিতার আগে প্রস্তুতি শিবির শুরু হবে হায়দ্রাবাদে। ৩১শে আগস্ট থেকে হবে প্রস্তুতি শিবির। ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতা। সুনীল ছেত্রীকে ছাড়া এই প্রথম ভারতীয় দল ঘোষিত হল। আন্ত :মহাদেশীয় কাপে ভারত ছাড়াও অন্য দুটি দল সিরিয়া এবং মরিসাস। সাম্প্রতিক সময় ভারতীয় দলের পারফরম্যান্স আদৌ নজর কাড়েনি। এএফসি ,এশিয়ান কাপ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব সব জায়গাতেই ভারত ব্যর্থ হয়েছে।
ফিফা তালিকায় ভারত রয়েছে ১২৪এ । মরিশাস এবং সিরিয়ায় যথাক্রমে ১২৯ এবং ৯৩ নম্বরে। মার্কেস বলেন,” প্রথম প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার আগে প্রস্তুতি সেরে নিতে চাই”। আরো বলেন ,”আমরা দুটো দুটি আলাদা দলের সঙ্গে খেলব । প্রাক মরসুম পর্বে রয়েছি, সমর্থকদের জয় উপহার দিতে হবে”। ৩রা সেপ্টেম্বর ভারতের প্রথম প্রতিপক্ষ মরিশাস। ৬ সেপ্টেম্বর খেলবে মরিশাস ও সিরিয়া। ৯ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ সিরিয়া। সম্ভাব্য ফুটবলারদের তালিকা। গোলকিপার: গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, প্রভসুখন সিং গিল। ডিফেন্ডার: নিখিল পূজারী ,রাহুল ভেকে, চিংলেন সানা সিংহ, রোশন সিং নওরেম, জয় গুপ্ত,আনোয়ার আলি, আশিষ রাই শুভাশিস বসু, মেহতাব সিং ।। মিডফিল্ডার,: সুরেশ সিং ওয়া ্জ্যাম , জিক্সান সিং নন্দকুমার সেকার নাওরে ম মহেশ, ইয়াসির মোহাম্মদ ,লালে র মাউরিয়া রালতে, অনিরুদ্ধ থাপা ,সাহাল আব্দুল সামাদ,লালিয়ানজুয়ালা ছাংতে। ফরওয়ার্ড: কিয়ান নাসিরি , এডমন্ড লালরিনডিকা,লালরিনডিকা মানবীর সিং, লিস্টন কোলাসো
Discussion about this post