ফের একবার দুর্ভোগের শিকার হতে চলেছেন সাধারণ রেলযাত্রীরা। পূর্ব রেল এবারে যা সিদ্ধান্ত নিল তা জানার পর সকলেই চমকে গিয়েছেন। হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক থাকার জন্য বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে। জানা গিয়েছে, ট্যাম্পিং মেশিনের কাজের জন্য দীর্ঘ আট দিন নিয়ন্ত্রণ করা হবে ট্রেন। ০২/০৭/২০২৪ থেকে ১০/০৭/২০২৪ পর্যন্ত এই ডিভিশনে নিয়ন্ত্রিত থাকবে ট্রেন। রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের কাটোয়া এবং টেনিয়া স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে ২৪০ মিনিটের ট্রাফিক ব্লকের কাজ হতে চলেছে। এই কারণে দুটি স্টেশনের মাঝে বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ হাওড়া ডিভিশনের কাটোয়া এবং টেনিয়া স্টেশনগুলির মধ্যে আপ এবং ডাউন মেইন লাইনে ২৪০ মিনিটের ট্র্যাফিক ব্লকের কাজের পরিকল্পনা করা হয়েছে বলেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল। এই কাজের জন্য বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে কাটোয়া থেকে টেনিয়া মধ্যবর্তী লাইনে।
এই কাজের জন্য ০৭ ০৭/২০২৪, ০৩/০৭/২০২৪, ০৪/০৭/২০২৪, ০৬/০৭/২০২৪ তারিখে বাতিল থাকবে আজিমগঞ্জ থেকে: ০৩০৯০, ০৩০৭৬, ০৩০৭৬। কাটোয়া থেকে: ০৩০৪৯, ০৩০৭৫।
এছাড়াও আগামী ০৭/০৭/২০২৪, ০৮/০৭/২০২৪, ০৯/০৭/২০২৪, ১০/০৭/২০২৪ তারিখে বাতিল: কাটোয়া থেকে: ০৩০৬১, ০৩০৯৫। আজিমগঞ্জ থেকে: ০৩০৬২, ০৩০৯৬। আহমদপুর থেকে: ০৩১০০ তাছাড়া ০৩০৮৩, ৩.৫০ মিনিটের পরিবর্তে ৫.২০টায় পুনঃনির্ধারণ করা হবে।
০৭/০৭/২০২৪, ০৮/০৭/২০২৪, ০৯/০৭/২০২৪, ১০/০৭/২০২৪ তারিখে ০৩০৫৯, কাটোয়া-নিমতিতা স্পেশাল গঙ্গাটিকুড়ি এবং ১৩১৭৮ জঙ্গিপুর রোড-শিয়ালদহ মেমু এক্সপ্রেস কাটোয়াতে আসার পরে ব্লক শুরু হবে। ব্লকের পর প্রথম ট্রেন ০৩০৮৩ কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল ইউপি লাইনে এবং ১৩৪২২ মালদা শহর-নবদ্বীপ ধাম এক্সপ্রেস ডাউন লাইনে চলাচল করবে।
Discussion about this post