পৃথ্বীরাজ মুখার্জির বাড়িতে পৌঁথে গেলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা ব্যারাকপুরের নেতা অর্জুন সিং। অভিযোগ জয়ন্ত সিংয়ের অত্যাচারের ভিডিও ভাইরাল করে পুলিশি অত্যাচারের মুখে পড়েছিলেন কামারহাটির এই তরুণ। আড়িয়াদহে মা-ছেলেকে পিটুনির ভিডিও ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে। তবে সেই রেশ এখনও বিদ্যমান। জানা যায় বেলঘরিয়া দেশপ্রিয় নগর উদয়ন পল্লীর বাসিন্দা বিজেপি নেতা পৃথ্বীরাজ সেই ভিডিও দলের নির্দিষ্ট একটি গ্রুপে দিয়েছিলেন। সেখান থেকে ভিডিও বীরভূমের এক বিজেপি কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
বীরভূম থেকে সেই বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে জেরা করে পৃথ্বীরাজের নাম পায় পুলিশ। এরপর বেলঘরিয়া থানা থেকে পৃথ্বীরাজকে বার বার যোগাযোগ করতে বলা হয়। হাইকোর্টে ওঠে মামলা। বিচারপতি অমৃতা সিংহা জানিয়ে দেন পৃথ্বীরাজকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে বিজেপি কর্মীর বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নয়। এরপরই বেলঘরিয়া থানায় গিয়ে সাক্ষাৎ করেন পৃথ্বীরাজ। মঙ্গলবার বেলঘরিয়ার কলোনি বাজার এলাকায় পৃথ্বীরাজের বাড়িতে যান অর্জুন সিং। এদিন পৃথ্বীরাজকে আশ্বস্ত করেন অর্জুন। নির্ভয় দিয়ে বলেন দল ও তিনি পৃথ্বীরাজের পাশে আছেন। পাশাপাশি পৃথ্বীরাজের দরাজ প্রশংসাও করেন। তৃণমূলের মধ্যে তিনটি গ্রুপ আছে। এই ভিডিও তাঁদের থেকেই পাওয়া। দাবি অর্জুনের। উল্লেখ্য, আড়িয়াদহ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্জুন সিংদের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছিলেন।
Discussion about this post