রাতভর বৃষ্টি, জলমগ্ন সিউড়ির নিউ মার্কেট এলাকা, জমা জলের ফলে বন্ধ দোকানপাট। প্রতিবাদে সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ ব্যবসায়ীদের। ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি পৌরসভার আধিকারিক সহ সিউড়ি থানার পুলিশ।
রাত থেকেই সিউড়ি সহ বীরভূম জেলায় প্রবল বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। আর এই বৃষ্টিতেই জলমগ্ন হয়েছে সিউড়ির নিউমার্কেট। নিউমার্কেটে জল ঢুকে যাওয়াই ব্যবসা বন্ধ ব্যবসায়ীদের। রাতভর বৃষ্টিতে জলমগ্ন সিউড়ির নিউ মার্কেট এলাকা জমা জলের ফলে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। জমা জলের ফলে দোকানপাট বন্ধ রাখার প্রতিবাদে সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীদের।
বিক্ষোভরত ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ পৌরসভার ড্রেন ঠিক ঠাক ভাবে পরিষ্কার করা হয় না। স্বাভাবিক পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিউড়ির বাসিন্দারা। বাধ্য হয়েই আজ অবরোধ করে বিক্ষোভের পথে তারা।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয় ফুটপাতের ওপর যারা ব্যবসা করছেন ড্রেন বন্ধ করে সেই ট্রেন অবিলম্বে উন্মুক্ত করতে হবে। না হলে আগামীকাল ট্রেন পরিষ্কারের জন্য দোকানপাট ও কংক্রিটের স্লাব ভেঙে দেওয়া হবে।
Discussion about this post