ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। আর এর জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরা। ফলে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। অবিলম্বে রাজ্যের আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে রাজ্য সড়ক অবরোধ সিপিএমের কৃষক সংগঠনের।
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষী মোড়ে চন্দ্রকোনা- পলাশচাবড়ী রাজ্যসড়কে আলু ছড়িয়ে কৃষকদের সাথে নিয়ে অবরোধে সামিল হয় সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। উপস্থিত ছিলেন চন্দ্রকোনা-২ ব্লকের কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মন্ডল সহ সিপিএমের অন্যান্য নেতৃত্বরা। সংগঠনের নেতাদের দাবি,রাজ্যের উদ্বৃত্ত আলু ভিন রাজ্যে গেলে রাজ্য আলু জোগানে ভাটা পড়বে না। রাজ্য সরকার গাজোয়ারি করে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিচ্ছে, আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থে এবার রাজ্য সরকারে বিরুদ্ধে আন্দোলনে নামলো বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। সপ্তাহের প্রথম দিনে রাজ্য সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাজ্য সরকার অনুমতি না দিলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি সিপিএমের কৃষক সংগঠনের।
উল্লেখ্য, সম্প্রতি আলুর দর নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা ভিনরাজ্যে পাঠানো যাবে না বলে টাস্কফোর্সের বৈঠকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর দর কিছুটা কমলেও এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে অসম, বাংলাদেশ, ঝাড়খণ্ড ও বিহারে আলু পাচার করে দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ ও শাসকদলের স্থানীয় কয়েকজন নেতার মদতেই এই কাজ চলছে বলে নবান্নের কানে এসেছে। তারপরই টাস্কফোর্সকে কঠোর পদক্ষেপ করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
Discussion about this post