একুশের বিধানসভার মতোই চব্বিশের লোকসভাও রাজ্য জুড়ে দেখা গিয়েছে সবুজ ঝড়। গতবারের থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে অনেক বেশি আসন পেলেও তমলুক কেন্দ্রে সবুজ ঝড়ের প্রভাব পড়েনি। সেখানে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছেন প্রাক্তন বিচারপতি থেকে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোনওভাবে সেখানে অধিকারী পরিবারের গড় বাঁচাতে পেরেছেন। অভিজিতের কাছে ৭৭ হাজার ৭৩৩টি ভোটের হেরেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এমন অবস্থায় নিজের হার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু। একেবারে শুভেন্দুর সুরেই তিনি কথা বললেন। ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা বলতে গিয়ে রীতিমত বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য। বললেন, “অভিজ্ঞতা আমার ভাল হয়েছে। অনেকে আশীর্বাদ করেছেন। কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। ভোটের প্রভাব সে কারণে তো পড়বেই। এটা তো নিশ্চিত ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাঁদের চিহ্নিত করতে পেরেছি। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি।” এরপরই রীতিমতো রাগের সঙ্গে দেবাংশু বলেন, “এভাবে চলতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলব আবার দলের বিভিন্ন পদ সামলাব সেটা হয় না। ভোট লড়তে গিয়ে আমাকে অনেক এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। সব বিষয়টি আমি দলকে জানিয়েছি।”
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটেও দেবাংশুর টিকিট পাওয়া নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তাঁকে টিকিট দেয়নি দল। কিন্তু, এবার পান। লোকসভা ভোটে দাঁড়ান তমলুক থেকে।তবে লোকসভা ভোটে রাজ্য জুড়ে নজর কাড়া ফল হলেও পূর্ব মেদিনীপুরে দাগ কাটতে পারেনি তৃণমূল। অতীতে তৃণমূলের দখলে থাকা তমলুক ও কাঁথি লোকসভা আসন এবার গিয়েছে বিজেপির দখলে। সেই সূত্রে রাজনৈতিক মহলের চর্চায় এও উঠে আসছে, রাজ্যে বিজেপির ফল আশানুরূপ না হলেও নিজের জেলায় ‘গড়’ অক্ষত রাখতে পেরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Discussion about this post