রাজ্যের চর্চিত মুখ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । পর পর ৩ টি সভা থেকে বাদ পড়লেন সেই দিলীপ ঘোষ । আমন্ত্রণ মিললো না প্রধানমন্ত্রীর সভাতেও
ফের একবার ডাক পেলেন না মোদীর সভায়, বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিন তিন বার দল এড়িয়ে গেলো দিলীপ ঘোষকে বলে জানা যাচ্ছে ।বেশকিছু দিন ধরেই দিলীপ ঘোষকে দলের বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না।তিনি পরিষ্কার ভাবে জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
২২ আগস্ট বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর উদ্বোধনের পর তিনি দমদমে সভা করবেন ।প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের। এর আগের দুটি সভায় দল থেকে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে।
পাশাপাশি রাজনৈতিক মহলে যেই প্রশ্ন ঘিরে গুঞ্জন তা হলো, মোদীর সভায় দিলীপ ঘোষের আমন্ত্রণ।বৃহস্পতিবার নিজেই এই ব্যাপারে মুখ খোলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপঘোষ ।তাকে বলতে শোনা গিয়েছে, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি।পার্টির কর্মসূচিতে আমি কোথায় যাব আমি ঠিক করি না , পার্টি ঠিক করে ।” তবে দল যা নির্দেশ দেবে সেটা মেনেই কাজ চালিয়ে যাবেন বলে এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। আমরা পার্টির সাধারণ কর্মী। পাশাপাশি দিলীপ ঘোষকে বলতে সোনা যায়,আমি থাকি রিজার্ভ ফোর্সের মতো । অর্ডার আসলে কাজে লাগি।
বেশ কিছুদিন আগে নরেন্দ্র মোদি এবং আমিত শাহ বঙ্গ সফরে এলে সেখানেও আমন্ত্রণ পাননি দিলীপ।
সেই বিষয়ে নিয়ে কম বিতর্ক হয়নি রাজনৈতিক মহলে। পরবর্তীতে মনে করা হয়েছিল শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ায় ছবিটা হয়তো পালটাবে। দলে ফের গুরুত্ব বাড়তে পারে দিলীপের। কিন্তু না তা তো হয় নি উল্টে নরেন্দ্র মোদির দমদমের সভাতেও আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ।
পাশাপাশি শোনা যায় অমিত শাহ একসময় দিলীপ ঘোষকে নানাভাবে সাংগঠিনক কাজে লাগানো হবে বলে জানিয়েছিলেন কিন্তু তার প্রতিফল হিসাবে কিছুই দেখা যায়নি।
শুক্রবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় তাঁকে ডাকা হয়নি। দিলীপ ঘোষ বলেন কাল সরকারি প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ পাওয়া দরকার। কেউ আমাকে আমন্ত্রণ করেনি। তাই ওই অনুষ্ঠানে যাচ্ছি না।
একসময় বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ছিলেন “চর্চিত মুখ” আজ সেই দিলীপ ঘোষ বাদ পড়লেন পর পর ৩ টি সভা থেকে ।দল থেকে যে তার সাথে দুরত্ব বাড়ানোর চেষ্টা চলছে তা একরকম স্পস্ট বলে মনে করা হচ্ছে ।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post