পরাজয়ের পর ফের নিজস্ব ফর্মে দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী, অমিত শাহ, জেপি নাড্ডা বঙ্গে একাধিক সভা করার পরেও ২১ এর বিধানসভার চেয়ে এবারে দলের ভোট কেন কমল সেই প্রশ্ন তুললেন বর্ধমান দুর্গাপুর আসনের সদ্য পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।দিলীপের কথায়, “১৯ এর লোকসভায় আমরা ৪১ শতাংশ ভোট পেয়েছিলাম। ২১ এর বিধানসভায় সেটা নেমে ৩৮ শতাংশ হয়।
এবার লোকসভাতে ৪১ শতাংশ তো পার হওয়া উচিত ছিল। সেটা কমে গেল তো। আবার ৩৮ এ ফিরে এল। এটাই তো পর্যালোচনার বিষয়। ভোট কমল কেন?” ১৯-এর লোকসভায় নজর কারা ফলাফলের সময় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ, সেই প্রসঙ্গ টেনে তিনি এদিন বলেন, “প্রধানমন্ত্রী সব জায়গায় প্রচারে গেলেন। এত সাংসদ বিধায়ক ছিল। বলছে সংগঠন বেড়েছে। তাহলে ভোট কমল কেন? ভাবার দরকার আছে। আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম। কিন্তু পার্টির প্রোগ্রামে আমি ৪ বছর ধরে যাই না। আমাকে ডাকেও না। আমার মতামতও নেয় না।
কি সব যুক্তি দেওয়া হয়েছে। আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব। কারণ ওখানে নাকি কুরমিরা আমাদের বিরুদ্ধে। যেখানে কুরমি ভোট বেশি সেই পুরুলিয়া আসনে বিজেপি জিতেছে। আমার বিরুদ্ধে কুরমিদের খ্যাপানো হয়েছিল। আমাকে সরানোর জন্য এটা করা হয়েছিল।এর পিছনে কী আছে? এসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে। কিছু তো একটা ব্যাপার আছে। নাহলে যারা পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদের কি হারানোর জন্য পাঠানো হয়েছিল? লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে। এতো দেখছি জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে বলে মনে হচ্ছে। আমি পার্টির কর্মীদের সঙ্গে থাকি। সাধারণ মানুষের সঙ্গে থাকি। আমি যতদিন রাজনীতি করব আমি এরকমই থাকব। রাজনীতি ছেড়ে দিলে অন্যভাবে মানুষের পাশে থাকব। মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না।”
Discussion about this post