এবার রেশন দুর্নীতি কাণ্ডে নাম জোরালো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনেত্রীকে ৫ জুন সকাল এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সে তলব ইডির। ইডি সূত্রে খবর, তাঁকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। তদন্তকারী অফিসারদের দাবি, রেশন বন্টন দুর্নীতির টাকা ঋতুপর্ণার সংস্থার মাধ্যমে তার অ্যাকাউন্টে ঢুকেছে। কেন তিনি টাকা নিয়েছিলেন, কে তাঁকে টাকা দিয়েছিলেন, এই বিষয়ে জানতে চাইছেন তদন্তাকীরা। আগামী ৫ জুন কলকাতার ইডি দফতরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলসূত্রে খবর এই বিষয়ে কোন চিঠি তারা পাননি। উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও ইডি তলব করেছিল অভিনেত্রীকে। সেই সময় রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ডেকে পাঠানো হয় তাঁকে। ২০১৯ সালে এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠান তদন্তকারী সংস্থা। তাদের দাবি, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় বিদেশ ভ্রমণে টাকার উৎস ছিল রোজভ্যালি চিটফান্ড। পাঁচ বছর পর ফের তলব করা হল তাঁকে। তবে এবার রেশন দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চালকল মালিক বাকিবুর রহমানকে।
ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর...
Read more
Discussion about this post