দীঘার জগন্নাথ মন্দিরের সামনে জাতীয় সড়কের উপরে গড়ে উঠছে চৈতন্যদ্বার। কাজের জন্য গত ২৪ শে মার্চ থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলাশাসক। সমস্যায় স্থানীয় মানুষ, ব্যবসায়ী, হোটেল মালিক কর্তৃপক্ষ সহ পর্যটকরা।
দীঘার জগন্নাথ মন্দিরের সামনে ১১৬ বি জাতীয় সড়কের উপরে গড়ে উঠছে চৈতন্যদ্বার। কাজের জন্য গত ২৪ শে মার্চ থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলাশাসক। জাতীয় সড়কের উপর গেট নির্মানের কারনে সমস্ত পর্যটকদের দিঘা গেটের কাছেই নামতে হচ্ছে। এছাড়া যারা নিউ দিঘা বা তার পার্শ্ববর্তী এলাকায় যাবেন তাদের দীঘা বাইপাস ধরে যেতে হবে। ওল্ড দীঘায় যানবাহন ঢুকতে না দেওয়ায় ভীষণ সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসন যাতে গাড়ি গুলিকে ওল্ড দীঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত আসতে দেয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন করছেন এলাকার মানুষ, ব্যবসায়ী ও হোটেলিয়ার্স এসোশিয়েশনের সদস্যেরা।
দীঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র জানান, ” দীঘা জগন্নাথ মন্দিরের কাছে গেট নির্মানের জন্য সমস্ত যানবাহন দীঘা গেট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ওল্ড দীঘায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে ওল্ড দীঘার বাসিন্দা থেকে ব্যবসায়ী ও হোটেল কর্তৃপক্ষ বহু সমস্যস্য পড়েছেন। গণস্বাক্ষর সংগ্রহ করে আগামীকাল দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কাছে স্মরক লিপি জমা দেওয়া প্রক্রিয়া শুরু করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা চাইছি, যাতে পর্যটকেরা আসতে পারে তার জন্য ওল্ড দীঘার পার্কিং পয়েন্ট পর্যন্ত গাড়ি গুলিকে আসার ব্যবস্থা করুক প্রশাসন। আমরা প্রশাসনের সাথে থেকে রুট ম্যাপ তৈরি করে যাতে কারো কোনো সমস্যা না হয় তার চেষ্টা করছি।
তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে, স্বস্তির জন্য দীঘা মুখি হচ্ছেন পর্যটকেরা। রাস্তা বন্ধ থাকার কারনে দীঘা এড়াচ্ছেন অনেকেই, তার মধ্যেও যারা আসছেন তাদের বেশ সমস্যাতে পড়তে হচ্ছে। আগামীতে প্রশাসন কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় মানুষ, ব্যবসায়ী, হোটেল মালিক কর্তৃপক্ষ সহ পর্যটকরা।
সুপ্রিমকোর্টের রায়ে চাকরি বাতিল ২৬০০০ শিক্ষকের। এই রায়ে সবচেয়ে বড় ধাক্কা এলো যারা চাকরি করছিলেন তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের। কিন্তু...
Read more
Discussion about this post