রাত পোহালেই নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার আগেই শাসক বিরোধী অশান্তিতে তুমুল উত্তেজনা নন্দীগ্রামের কালীচরণপুর খড়িপুকুর এলাকায়। গণ্ডোগোলের মধ্যেই বোমাবাজি, মারধর, গাড়ি ভাঙচুর করা হয় এলাকায়। তৃণমূলের প্রাক্তন উপপ্রধান চন্দ্রশেখর দাসের ওপরে অতর্কিত হামলা চালায় বিজেপি বলে অভিযোগ। জানা যায়, এদিন সকালে নন্দীগ্রাম ব্লকের ১ নং গড় চক্রবেড়িয়া বাজার এলাকা দিয়ে চন্দ্রশেখর যখন বাড়ি ফিরছিলেন। সেই স্থানে বিজেপির বেশকিছু কর্মী সমর্থক দাঁড়িয়ে ছিলেন। চন্দ্রশেখর বাবুকে আসতে দেখে গাড়িতে তুলে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ভোটের আবহে এলাকায় সন্ত্রাস ছাড়ানো ও ভয়ের বাতাবরণ তৈরি করছে গেরুয়া বাহিনী বলে অভিযোগ শাসক শিবিরের। দুপক্ষের গণ্ডোগেলের খবর পেয়ে ঘটনাস্থল যায় বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
অন্যদিকে, গড় চক্রবেড়িয়া অঞ্চলে প্রশাসনের অনুমতিক্রমে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। সেখানে বিজেপি কর্মী সমর্থদের উপর পাল্টা হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বলে অভিযোগ। হামলা চালানোর সময় এক বিজেপি সমর্থককে বাঁচাতে গিয়ে আহত হন পরিবারের সদস্যরা। পাশাপাশি এলাকায় ব্যাপক বোমাবাজিও করা হয়েছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় মোটর সাইকেলও। দু-পক্ষের সংঘর্ষে কার্যত থমথমে এলাকা।
Discussion about this post