বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে দিনের পর দিন সহবাসের অভিযোগ। অভিযুক্ত শসক দলের নোয়াপাড়া শহর তৃনমূল যুব সভাপতি প্রসুন সরকার ওরফে শুভ দীপ সরকারের বিরুদ্ধে। প্রসুন উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ তিন বছর ধরে সহবাস করার পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌর সভার এক তৃনমূল কাউন্সিলরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর তথা নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি প্রসুন সরকার ওরফে শুভ দীপ সরকারের বিরুদ্ধে।
অভিযোগকারী মহিলার দাবি ২০২১-এ আলাপ হয় ওই ব্যক্তির সঙ্গে। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর শুভদীপ সরকার। তারপর যখন যুবতী বিয়ের কথা বলেন তখন তিনি বেঁকে বসেন। বিয়ের জন্য চাপ দেওয়াতে গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে মোবাইল ফোন থেকে সব মেসেজ ডিলিটও করান শাসক দলের ওই কাউন্সিলর। একটা নয় একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। ওনি তিন তিনটে মহিলাকে বেআইনি ভাবে বিয়ে করে আশেপাশেই রেখেছেন বলে দাবি জানায় অভিযোগকারী যবতী। তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি প্রসুন সরকার ওরফে শুভদীপের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, তার বাবা বলে অভিযোগ মিথ্যা, মেয়েটির মানসিক চিকিৎসার দরকার আছে। উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন, বিষয়টি এই প্রথম শুনলাম। বিষয়টি তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। তবে প্রথমে তাকে ঘটনার সত্যতা সম্পর্কে আগে জানতে হবে। শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই তরুণী ব্যারাকপুর মহিলা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।
Discussion about this post