ব্যান্ডেলে পুকুর ভরাট হচ্ছে. পুকুর ভরাট রুখতে তিনটি ছবি সহ বিধায়ককে রেজিস্ট্রি চিঠি। চিঠি পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক অসিত মজুমদারে। স্থানীয় ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিলেন থানায় অভিযোগ করতে, নিজেও অভিযোগ করবেন জানালেন পুলিশে।
ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল চৌমাথার পাশে একটি গ্যাস গোডাউনের সামনে পুকুর ভরাট হচ্ছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে রেজিস্ট্রি চিঠি তিনটি ছবি দিয়ে অভিযোগ জানান অজ্ঞাত পরিচয় একজন। সেই চিঠি পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে ডাকেন ঘটনাস্থলে। পুকুর পাড়ের বেশ কিছুটা অংশ ভরাট করা হয়েছে দেখা যায়। স্থানীয়দের অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় মিষ্টান্ন ব্যাবসায়ী গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে।
গৌরাঙ্গ দেবনাথ বলেন, পুকুরপাড়ের ৪৮০ স্কয়ার ফিট জমি তিনি মালিকের থেকে কিনেছেন। স্থানীয় ব্যবসায়ীরা সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলে বেশ কিছুটা অংশ বুঝিয়ে দিয়েছিল। তিনি রাবিশ পেলে সেই জায়গাটা সমান করেছেন। এটাই তার ভুল হয়েছে। তিনি দ্রুত ভরাট হওয়ার জায়গা আগের অবস্থা ফিরিয়ে দেবেন।
বিধায়ক জানান, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় জলাশয় ভরাট করলে।তাই যেখানে জলাশয় বা পুকুর ভরাটের অভিযোগ আসে তিনি ছুটে যান।ব্যান্ডেলের জনবহুল এলাকায় পুকুর ভরাট হচ্ছে এর আগে কেউ তাকে অভিযোগ জানাননি।স্থানীয় মানুষের আরো সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি।ব্যান্ডেল ব্যবসায়ী সমিতিকে বিধায়ক বলেন থানা এবং ডি এল এল আরও র কাছে অভিযোগ জানাতে।
Discussion about this post