পঞ্চম দফার ভোটে ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার টিটাগড়। বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ। ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি। ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্ডলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচী। সেই সময় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের সমর্থকরা। শুরু হয় ধাক্কাধাক্কি। বিজেপি নেতা কৌস্তব বাগচী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথ জ্যাম করা হচ্ছে। এরপরই কৌস্তব বাগচীর উপর হামলা করা হয় বলে অভিযোগ। এমনকি ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, “আমার গাড়ি ভাঙচুর হয়েছে। বুথ জ্যাম করছিল। আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকী আমার নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়া হয়। চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে। আমি বারবার ভোটারদের বোঝাতে গিয়েছিলাম যে কোনও রকম ভয় না পেয়ে যাতে তাঁরা ভোট দেন। আর তারপরই এই ঘটনা ঘটিয়েছে।” ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে, অর্জুন গড়ে এই ঘটনায় বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, “ওরা যা করার করছে। আমরাও যা করার করছি।” এই ঘটনায় ব্যারাকপুর পুলিশের কাছে ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চেয়েছে কমিশন।
ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর...
Read more
Discussion about this post