প্রথম চার দফার তুলনায় পঞ্চম দফার ভোটকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসছে। এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের মাঝে এবার তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের ১১৪ নম্বর বুথের। ইতিমধ্যে ঘটনার সম্পর্কে জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এবিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, “প্রার্থী হিসেবে নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে ঢোকার অধিকার রয়েছে। সঙ্গে প্রমাণপত্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ১১৪ নম্বর বুথে ঢুকতে দেয়নি। আসলে বিজেপি নেতাদের কথা মতো কেন্দ্রীয় বাহিনী কাজ করছে, সেটা স্পষ্ট। কমিশনকে জানিয়েছি।” এরপরই কর্মীদের সতর্ক করে বলেন, ‘প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই।’ অন্যদিকে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, “রাজ্য পুলিশকে দিয়ে বাহিনীকে ভুল পথে পরিচালিত করে ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। নজর ঘোরাতেই তৃণমূল প্রার্থী এই সব মিথ্যে অভিযোগ আনছেন।”
মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশের হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়ের খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বাংলাদেশে কেন বারবার হিন্দুরা আক্রান্ত হচ্ছে...
Read more
Discussion about this post