আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ থেকে, শেষ হবে দুপুর ২টো নাগাদ।
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিনই পরের বছরের পরীক্ষার সময়সূচি জানিয়ে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু চলতি বছর সেটা করা হয়নি। তবে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার একমাস পর স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল ঘোষণা হল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে স্ক্রুটিনির ফল জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনিই সব শেষে জানিয়েছেন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। যদিও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করেনি পর্ষদ। তবে জানানো হয়েছে, কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে পর্ষদের ওয়েবসাইটে। এবার দেখে নেওয়া যাক ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি।
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ – প্রথম ভাষা
- ১১ ফেব্রুয়ারি, ২০২৫ – দ্বিতীয় ভাষা
- ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ – অঙ্ক
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ – ইতিহাস
- ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ – ভূগোল
- ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ – জীবনবিজ্ঞান
- ২০ ফেব্রুয়ারি, ২০২৫ – ভৌতবিজ্ঞান
- ২২ ফেব্রুয়ারি, ২০২৫ – ঐচ্ছিক বিষয়
জানিয়ে রাখি, সাংবাদিক সম্মেলনে শারীরশিক্ষা, কর্মশিক্ষা এবং সমাজসেবা পরীক্ষার সূচি জানাননি পর্ষদ সভাপতি।
Discussion about this post