সম্প্রতি, তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে। আর সেই বৈঠকের পর বেশ কিছু বদল হয়েছে তৃণমূলের মধ্যে। বড় রদবদল হয়েছে বলা যেতে পারে। রদবদল হল টেলিভিশন মুখপাত্র পদেও। মুখপাত্রের পদ থেকে বাদ পড়েছেন অনেকে। আবার মুখপাত্রের পদে বেশ কিছুজন যোগ হয়েছেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে..
কারা কারা বাদ পড়ল মুখপাত্রের পদ থেকে?
বাদ পড়েছেন অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত এবং সুদীপ রাহা, কোহিনূর মজুমদার। এদিকে নতুন মুখ হিসাবে যোগ করা হয়েছে একঝাঁক নতুন মুখকে।
যারা যারা নতুন করে যোগ হলেন মুখপাত্রের পদে..
দেখা যাবে জয়া দত্ত, মোশারফ হোসেন এবং সন্দীপন সাহাকে। এছাড়াও যারা সার্বিক বিষয় নিয়ে কথা বলতে পারবেন তারা হলেন স্নেহাশিস চক্রবর্তী, কলকাতার কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবং প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ।
সদ্য সমাপ্ত হয়েছে, রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। যেখানে ছয়ে ছক্কা মেরেছে তৃণমূল কংগ্রেস। তারপরই কর্মসমিতির বৈঠক। যেখানে দলীয় কর্মীদের আরও বেশি করে দায়িত্বশীল হওয়ার কথা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দগ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এই রদবদল বলে মনে করা হচ্ছে।
এছাড়াও কর্মসমিতিতে বেশ কিছু বদল করা হয়েছে। এইবার পাখির চোখ ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে আরও বেশি করে সতর্ক হতে চাইছে রাজ্যের শাসকদল। সেক্ষেত্রে একাধিক পদক্ষেপ করা হচ্ছে দলের তরফে।
Discussion about this post