হাইকোর্টের বিচারাধীন মামলায় কটাক্ষ সুকান্তেরও, জাল ওবিসি শংসাপত্র প্রমাণ হওয়ার পর প্রধান পদ বাতিল হলেও বাতিল হয়নি সদস্যপদ, এখনও গ্রেফতার হয়নি প্রধান পদে আসীন বাংলাদেশের নাগরিক লাভলী খাতুন!
লাভলী খাতুন গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। জয় লাভ করার পর প্রধান পদ ওবিসি সংরক্ষিত হওয়ার ফলে সুযোগ বুঝে তৃণমূলে যোগদান করে প্রধান হন। তার বিরুদ্ধে যে তৃণমূল প্রার্থী পরাজিত হয়ে ছিল। সেই রাহেনা সুলতানা হাইকোর্টে মামলা করেন লাভলী বাংলাদেশের নাগরিক এই অভিযোগে। যে মামলা এখনো বিচারাধীন। এখানে হাইকোর্টের নির্দেশে চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি তদন্ত করে। জানা যায় তার ওবিসি শংসাপত্র জাল। বাবার নাম হিসেবে যার নাম ব্যবহার করেছেন, আদেয় তার মেয়ে নন এই লাভলি, সাক্ষীদের সই ও জাল, তারপরেই বাতিল হয় প্রধান পদ। যদিও পরবর্তীতে তার গ্রেফতারী বা সদস্য পদ বাতিল নিয়ে হয়নি। হাইকোর্টের বিচারাধীন মামলায় কটাক্ষ সুকান্তেরও, জাল ওবিসি শংসাপত্র প্রমাণ হওয়ার পর প্রধান পদ বাতিল হলেও বাতিল হয়নি সদস্যপদ, হয়নি গ্রেফতার প্রধান পদে আসীন বাংলাদেশের নাগরিক! এর মাঝেই সুকান্ত মজুমদার প্রসঙ্গ উস্কে বলেন এই রকম কত বাংলাদেশি জন-প্রতিনিধি আছে সেটা তৃণমূল বলতে পারবে।
এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশ থেকে এখানে ইমপোর্ট করে এনে রোহিঙ্গা বাংলাদেশিদের এখানে পঞ্চায়েত প্রধান বানানো আগামী দিনে পারলে বিধায়ক বানানো এটাই তৃণমূলের কালচার। আগামী দিনে তৃণমূল কংগ্রেস না চাইলেও তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি বাংলাদেশী হবেন।
সংসদের দুই কক্ষেই পাস হয়েছে ওয়াকফ বিল এরপর রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই আইনি রূপান্তরিত হয়ে ওয়াকফ আইন রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন...
Read more
Discussion about this post