রামনবমীর পর রাজ্যের জেলায় জেলায় পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী পালনে সকাল থেকেই পথে নেমেছে বিজেপি নেতৃত্ব। সোদপুর এইচ বি টাউন হনুমান মন্দিরে আজ হনুমান জয়ন্তীতে পুজো দিলেন বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার।
প্রতিবছরের মতো এবারেও সকাল থেকেই জেলায় জেলায় শোভাযাত্রা বের করে বিজেপি। হনুমান জয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দিনভর রাজ্যের বিভিন্ন জেলার শোভাযাত্রায় অংশ নেবেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন শুরুতেই নিজের বাড়ি নিউটাউনে গেরুয়া পতাকা উত্তোলন করেন সুকান্ত। সেখান থেকে পানিহাটি বিধানসভা অঞ্চলের এইচ বি টাউন হনুমান মন্দিরে পুজো দেন সুকান্ত মজুমদার। মন্দির সংলগ্ন এলাকায় গেরুয়া পতাকা বিতরণ করেন রাজ্যের সভাপতি। পথ চলতি বিভিন্ন গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে এইচ বি টাউন হনুমান মন্দিরে পূজো অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছাড়াও ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি চন্ডিচরন রায়, যুব নেতা জয় সাহা সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা।
পূজো অনুষ্ঠানের সুকান্ত মজুমদার বলেন, রামনবমীতে তৃণমূল নেতার উপস্থিতিতে বাসচালককে গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয় তার প্রতিবাদে হনুমান জয়ন্তী মানুষের অনুমতিতে বিভিন্ন গাড়ি ও বাড়িতে হনুমান জয়ন্তীর পতাকা লাগিয়ে দিচ্ছি।
Discussion about this post