রাম নবমীতে অশান্তির আশঙ্কা! পুলিশ কর্মীদের সমস্ত ছুটি বাতিল করল নবান্ন। রামনবমী সংঘর্ষ মক্ত করতে এবার পুলিশের রুট মার্চ নদিয়ার বগুলাতে। বগুলা পুলিশ ফাঁড়ির থেকে বগুলা রাস্তা দিয়ে দূর্গাপুর রেলগেট পর্যন্ত, চলে পুলিশের রুটমার্চ।
প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয়। কখনও কখনও উত্তেজনাকর পরিস্থিতিই তৈরি হয়। যা যে কোনও মুহূর্তে গোষ্ঠী সংঘর্ষে পরিণত হতে পারে। ফলে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্ক থাকতে হয়। এবার তাই আগেভাগেই ব্যবস্থা নিল নবান্ন। কলকাতা ও রাজ্য পুলিশের পুরো বাহিনীকে সতর্ক রেখে ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করা হল। মঙ্গলবার রাতে নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ২রা এপ্রিল থেকে ৯ই এপ্রিল ২০২৫ পর্যন্ত কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না। রামনবমী উপলক্ষে পুলিশের রুট মার্চ । আগামী রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার মতো নদীয়ার হাঁসখালি ব্লকেও রুট মার্চ চলছে পুলিশের পাশপাশি চলছে সচেতনতার সরকারি প্রচার। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের রুট মার্চ, সেই মতো হাঁসখালী তথা বগুলাতে প্রশাসনের পক্ষ থেকে বৈকালে শুরু করা হয় রুট মার্চ। বগুলা পুলিশ ফাঁড়ির থেকে বগুলা রাস্তা দিয়ে দূর্গাপুর রেলগেট পর্যন্ত চলে পুলিশের রুট মার্চ। উপস্থিত ছিলেন বগুলা ডি এস পি বর্ডার, হাঁসখালীর সি আই, বগুলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ রেফ ও পুলিশ কন্সটেবল।
মূলত রামনবমী উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন পুলিশ কর্তারা।
Discussion about this post