ভাঙর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন, ১৮ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই মনোনয়ন জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজনা সামাল দিতে মোতায়ন করা হয়েছ বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের অভিযোগ নওশাদ সিদ্দিকী অশান্তি পাকানোর চেষ্টায় আছে। পাল্টা নওশাদের বক্তব্য প্রশাসন বলেছিল কোনো অবৈধ্য জমায়েত হবে না।
কয়েকদিন বাদেই ভাঙর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন। এবং ১৮ আগস্ট সোমবার, ছিল সেই মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। আর সেই মনোনয়ন জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙর যা বার বার অশান্ত হয়ে সামনে এসেছে রাজ্যের রাজনীতির এক অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে। আইএসএফ এবং টিএমসি উভয়পক্ষ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ায়। ঝামেলা এমন জায়গায় গিয়ে দাড়ায় যেখানে দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ,মারামারি ।ফের একবার শিরোনামে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর। এলাকায় উত্তেজনা সামাল দিতে আসে পুলিশ। মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী ।পাশাপাশি জানা যায় বাইরে থেকে লোক এনে এলাকা উত্তক্ত করছে তৃণমূল বলে অভিযোগ ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী এবং তিনি বলেন যে প্রশাসনের কথায় আইএসএফ জমায়েত করা হয়নি , কিন্তু তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে।সাথে এটাও বলেন যে থানার সামনে সিসিটিভি রয়েছে, যে ঘটনা ঘটেছে তার শেষ দেখে ছাড়বো। তৃণমূল নেতা সওকাত মোল্লা ও বাদ যায় নি নওসাদ সিদ্দিকীর নিশানা থেকে। সংঘর্ষে জড়িয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। বিগত নির্বাচনের সময় বার বার এই ভাঙরের অশান্ত ছবি সামনে উঠে এসেছে।
তৃণমূলের অভিযোগ নওসাদ নাকি অশান্তি পাকানোর চেষ্টায় আছে। পাশাপাশি নওসাদের বক্তব্য প্রশাসন বলেছিল কোনো জমায়েত হবে না কিন্তু সেই কথা প্রশাসন রাখতে পারে নি। শুনে নেবো কি বলছেন নওসাদ…
সামান্য মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে এইরকম এক উত্তাল পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে.
এই ঘটনাকে ঘিরে তৃণমূল নেতা রফিক আলি মোল্লা কি বলছে শুনে নেবো …












Discussion about this post