আঙ্গুলে ভোটের কালি লাগানো হল কিন্তু ভোট দেওয়া হল না। ভোট না দিয়েই ভোটকেন্দ্র থেকে ফিরে আসতে হল এক বৃদ্ধকে। কেন? বনগাঁ লোকসভা কেন্দ্রের ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুলের ১৫২ নম্বর বুথের ঘটনা। ৯৫ বছরের বৃদ্ধের নাম তারাপদ কর্মকার। ভোট কেন্দ্রের বাইরে এসে তিনি জানান, ভোট দিতে গিয়ে বুথে প্রবেশ করার পর ভোটের বোতাম টেপার আগেই তাঁকে বলা হয় তাঁর নাম ভোটার লিস্টে নেই। এ নিয়ে রীতিমত চিন্তায় পড়েন বৃদ্ধ। তাঁর অভিযোগ, আমি বেঁচে থাকতেও আমার নাম কিভাবে কাটা গেল? গত পঞ্চায়েত ভোটেও ভোট দিয়েছেন। আঙ্গুলে কালি লাগিয়ে ভোট না দিতে পারা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ বিষয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি একটি ভুল। আমরা আঙুলে কালি লাগানোর পর জানতে পারি ওনার নাম ভোটার লিস্ট থেকে কেটে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, রাজ্যের ক্ষেত্রে হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও ব্যারাকপুরে চলছে ভোট গ্রহণ। সকাল ৯টা পর্যন্ত বারাকপুরে ভোট পড়ল ১৪.৭৪ শতাংশ। হুগলিতে ১৪.০১ শতাংশ, হাওড়ায় ১৪.২ শতাংশ, বনগাঁয় ১৫.২১ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, আরামবাগে ১৬.৩১ শতাংশ ভোট পড়ল। বাংলার সাত কেন্দ্রের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোটের হারে এগিয়ে উলুবেড়িয়া। সেখানে ভোট পড়েছে ১৭.২৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৫.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।
Discussion about this post