আরিয়াদহে ছেলে ও মা-কে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং-এর চার দিনের পুলিশি হেফাজত। পুলিশি হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের।জয়ন্তর ১০ দিনের হেফাজতের আবেদন করেছিল বেলঘড়িয়া থানার পুলিশ। অন্যদিকে, জামিনের আবেদন করেছিলেন অভিযুক্তের আইনজীবী। দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর জয়ন্তকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ৮ জুলাই মামলার পরবর্তী শুনানি। গণপিটুনির ঘটনার প্রায় ৪ দিন পর অবশেষে গ্রেফতার আড়িয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং।
জানা গিয়েছে, বেলঘরিয়া থানার পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বনহুগলি থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরেই জয়ন্তকে আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবর পেয়েই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, গুরুতর আঘাত-সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে এই ঘটনায় পর পরই চাঞ্চল্যকর দাবি করেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নিজের বাসভবনে বসে অর্জুনের অভিযোগ অভিযুক্ত জয়ন্ত সিং আসলে তৃণমূল নেতা মদন মিত্রের ঘনিষ্ঠ। এখন চাপে পরে মদন মিত্র যতই অস্বীকার করুন, যে ছবি গুলো মিডিয়াতে দেখানো হচ্ছে কোনটা মিথ্যে নয়। মদন মিত্রের জন্যই জয়ন্ত সিং-এর এত বাড়বাড়ন্ত। তাঁর সংযোজন, এর আগেও যখন জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছিল সেবার মদন মিত্রের বাড়ি থেকে জেলে ওর জন্য খাবার যেত।”
Discussion about this post