আয়কর বিভাগের কর্মী পরিচয় দিয়ে বিড়ি কারখানার মালিকের ঘরে তল্লাশির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কোটশিলা থানায় অভিযোগ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত ৮ এপ্রিল কোটশিলা থানার বামনিয়া গ্রামের বিড়ি কারখানার মালিক কিরিটি কুমারের বাড়িতে সন্ধ্যার সময় ৭ জন পুরুষ ও ১ জন মহিলা মিলে মোট আটজন আয়কর বিভাগের পরিচয় দিয়ে একটি নোটিশ ধরিয়ে দেয়। তারপর সারা বাড়িতে শুরু করে তল্লাশি। তল্লাশির নামে বাড়ি থাকা আলমারীর লকার ভেঙে লন্ডভন্ড করে দেয়। বাড়িতে থাকা নগদ সাড়ে ৭ লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে চম্পট দেয় তারা। জানা গেছে ওই দুষ্কৃতীরা এলাকা ছাড়া সময় বাড়িতে থাকা স্করপিও গাড়ি ও একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে যায়। যদিও গাড়িটি ঝাড়খণ্ডের জনা বাজারে ছেড়ে দিয়ে চলে যাই তারা। বিষয়টি সম্পর্কে কোটশিলা থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করেছেন। এই ঘটনার জেরে আতংকিত এলাকাবাসী তদন্তের দাবি জানিয়েছেন। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন অভিযোগ হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।
বিড়ি ব্যবসায়ী কিরীটি কুমার বলেন, আয়কর বিভাগের কর্মী পরিচয় দিয়ে তদন্তের বাহানায় আলমারী ভেঙে সাড়ে ৭ লাখ টাকা ও প্রচুর গয়না নিয়ে চম্পট দেয়। বাধা দিতে গেলে ভয় দেখায় তারা। পাশাপাশি তদন্তে সহযোগীতা কথাও বলে অভিযুক্তরা।
স্থানীয় বাসিন্দা ভবতারণ কুমার জানালেন, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি এলাকায়। ঘটনার জেরে আতংকিত স্থানীয়রা পুলিশের কাছে পূণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন পরিবারের পক্ষথেকে কোটশিলা থানায় অভিযোগ জানানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওয়াকফ আইন বাতিলের মিছিলে শতাব্দী রায়ের বিরুদ্ধে পোস্টার। শতাব্দী রায়ের ছবিতে লাগানো হলো লাল কালির দাগ। স্লোগান দেওয়া হচ্ছিল স্যালাইন...
Read more
Discussion about this post