পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় পানীয় জলের দাবিতে বিধায়কের পথ আটকালেন এলাকায় শতাধিক মহিলা। দু বছর আগে এলাকায় জলের লাইন পাতা সম্পন্ন হলেও এখনও পর্যন্ত বাড়ি বাড়ি জল তো দূরের কথা লাইনে জলও আসেনি।
প্রায় দু বছর আগের কথা মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়ে পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় জলের লাইন পাতা সম্পন্ন হয়। এলাকার মানুষ ভেবেছিল তাদের জলের সমস্যা বোধ হয় মিটে যাবে, ভালো রাস্তা গাড্ডা করে যে লাইন পাতা হয়েছিল দেখতে দেখতে প্রায় দু বছর কাটলেও এখনও পর্যন্ত বাড়ি বাড়ি জল তো দূরের কথা লাইনে জলও আসেনি। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকার শতাধিক মহিলা পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার পথ আটকালেন পানীয় জলের দাবিতে। গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কুলে অবস্থিত, প্রতিবছর বারবার নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে পুকুর খাল বিল সমস্ত নোনা জলে ভরে থাকে। যে নলকূপ গুলো রয়েছে তার উপরেই ভরসা করে বাঁচতে হয় এলাকাবাসীর। তার মধ্যে আশার আলো দেখছিল এলাকার লোকজন জলের পাইপ লাইন পাতার পর। কিন্তু সে আশা এখন নিরাশায় পরিণত হয়েছে।
এবার হাতের কাছে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানাকে পেয়ে রাস্তা ঘিরে বিধায়কের কাছে জলের দাবি জানান এলাকাবাসী।
বিধায়ক তাদেরকে একটি নলকূপ দেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসীরা পরিষ্কার জানিয়ে দেন নলকূপে তাদের প্রয়োজন নাই, একটি নলকূপ দিলে কোন সমস্যা মিটবে না তাদের টাইম টিবওয়েলের জলের প্রয়োজন রয়েছে। প্রতি উত্তরে বিধায়ক তাদের জানান তিনি অতি সত্বর জলের সমস্যা দূরীকরণে চেষ্টা করবেন।
তবে এলাকাবাসীর দাবি বহুবার প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি রক্ষা হয়নি এবারে কি সত্যি প্রতিশ্রুতি রক্ষা হবে? আর তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সেটাই লক্ষ টাকার প্রশ্ন?
Discussion about this post