পুজোর ছুটিতে উত্তরবঙ্গ ঘুরতে যাবেন? কিন্তু কোনও ট্রেনেই টিকিট নেই। রেলের তরফে কয়েকটা স্পেশাল ট্রেন চালানো হলেও টিকিটের অবস্থা খুবই সঙ্গীন। আবার বিমানভাড়াও আকাশছোঁয়া। কলকাতা-শিলিগুড়ি যে বাস চলছে তাতেও টিকিটের দাম অনেক। এই অবস্থায় মুশকিল আসান হয়ে সামনে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এনবিএসটিসি। অতিরিক্ত চাপ কমাতে উত্তরবঙ্গ এবং ডুয়ার্স অভিমুখে বেশ কয়েকটি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
বিগত কয়েক বছর ধরেই যাত্রীভিড় সামাল দিতে অতিরিক্ত বাস চালিয়ে আসছে এনবিএসটিসি। এবারও তার অন্যথা হল না। পুজোর মুখে কয়েক জোড়া বাস চালানো হবে বলে জানিয়েছেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এই বিশেষ বাসগুলির ভাড়াও অন্যান্য বাসগুলির মতো থাকবে। কোনও বাড়তি ভাড়া গুণতে হবে না যাত্রীদের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবার কলকাতা থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির উদ্দেশ্যে বিশেষ বাস চালাচ্ছে। এবার আরও একটি বিশেষ বাস দিল পরিবহন সংস্থা। পঞ্চমীর সকাল থেকে জলপাইগুড়ি ডিপো থেকে বাসটি ছাড়ছে। কলকাতা থেকে ফিরতি বাসটি ছাড়ছে সন্ধ্যার দিকে। তবে এই বাসের জন্য অগ্রীম বুকিং নেওয়া হচ্ছে না। কলকাতা ও জলপাইগুড়ির মধ্যে ভাড়া রাখা হয়েছে ৪৮০ টাকা। বাসটি ফারাক্কা ও মালদা ডিপো হয়ে চলবে। ফলে এই দুই শহরের যাত্রীরাও বাসটিতে যাতায়াত করতে পারবেন।
Discussion about this post