একই ফ্রেমে ‘পাক গুপ্তচর’ জ্যোতি মালহোত্রা ও বামনেতা সৃজন ভট্টাচার্য! পাক- গুপ্তচর জ্যোতি মালহোত্রা কাণ্ডে সরগরম গোটা দেশ। এই আবহে সমাজ মাধ্যমে জ্যোতি ও বামনেতা সৃজন ভট্টাচার্যের একটি ছবি ভাইরাল হতেই এবার সমাজ মাধ্যমেই পাল্টা অ্যাকশন বামনেতার। কড়া পদক্ষেপ নিলেন সৃজন। জানালেন এই ভাইরাল ছবির সত্যতা।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা।
সূত্র বলছে, ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। সেই সময় পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদনের সময় নয়াদিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় জ্যোতির। তারপর ধীরে ধীরে যোগাযোগ দৃঢ় হয় পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে। এর পরবর্তীতে আরও বিস্ফোরক একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। জানা যায় চারবার পশ্চিমবঙ্গে এসেছিলেন জ্যোতি এবং তার মধ্যে তিনবারই কলকাতায় এসেছিলেন তিনি।সেই জ্যোতি-কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ, তখন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে তাঁর ছবি রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে সিপিএম যুবনেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে কি জ্যোতির কোনও সম্পর্ক ছিল? এই প্রশ্নই উঠেছে দুজনের একটি ছবি ভাইরাল হওয়ায়। হইচই পরে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
সমাজ মাধ্যমে ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার কাঁধে হাত রেখে ছবি তুলেছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। আর এই ছবি প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে সেই মহিলাকে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতি মলহোত্রার মতো দেখতে। যদিও ছবিটি নকল বলে দাবি করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন সৃজন ভট্টাচার্য। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি।
বামেদের তরফেও সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রচার চালানো শুরু হয়েছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, আসল এবং নকলের তফাৎ করতে হবে। নকল থেকে সাবধান হতে হবে। তাঁরা এও দাবি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃজনের পাশে থাকা ওই মহিলাকে জ্যোতি মালহোত্রা বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যদি বামনেতার দাবী সত্যি ধরে নেওয়া হয় তবে বিকৃত করা ওই ছবিতে মহিলাটি আসলে কে?
সৃজন ভট্টাচার্যের তরফে দাবী করা হয়েছে, এসএফআই কর্মীর সঙ্গে তোলা ছবিকে বিকৃত করে সেখানে পাক গুপ্তচর বৃত্তিতে গ্রেফতার জ্যোতির মুখ বসিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাঁর ও তার দলের ভাবমূর্তিকে ক্ষুন্ন করতে এই কুরুরুচিকর কাজ করা হয়েছে। সমাজ মাধ্যমের পোস্টে সৃজনের দাবী, জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে ছবিটিকে বিকৃত করে অত্যন্ত নিম্নমানের প্রচার চালাচ্ছে কিছু ব্যক্তি। বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে বামেদের সাথে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম,তারাই এমন ঘৃণা বিদ্বেষের চাষ করে। পাশাপাশি, এই পোস্টটি তিনি উল্লেখ করেন,কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করার কথা।
সূত্র বলছে, সমাজ মাধ্যমে জ্যোতি মালহোত্রার সাথে বামনেতা সৃজনের ছবিতে আসলে ওই পাশে থাকা মহিলার নাম পূর্বাদ্রি পোদ্দার। তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী।
বরাহনগরের বাসিন্দা ওই তরুণী সরোজিনী নায়ডু কলেজের প্রাক্তনী।গত ২০ এপ্রিল ব্রিগেডে তোলা এই ছবিটিকেই বিকৃত করা হয়েছে বলে দাবী বামেদের । এই বিষয়টি নিয়ে সৃজনের বক্তব্য, যারা এটা করেছে তারা খুব নিখুঁত ভাবে কাজটি করেছে। তবে কর্মকান্ডের বিরুদ্ধে তিনি কঠোর আইনি পদক্ষেপ চান বলেও দাবী জানিয়েছেন।
Discussion about this post