আরজিকর নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। গোটা রাজ্যের মানুষ পথে নেমেছে। পুলিসের হাতে গ্রেফতার হয়েছে সঞ্জয় রায়। সিবিআইয়ের হাতে তদন্ত ভার যাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিবিআই। অন্যদিকে আড়াই মাস আগে গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তিনি জামিনের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। সূত্রে খবর, চলতি সপ্তাহে টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। তিলোত্তমার নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা। তার সঙ্গে উত্তাল হয় গোটা দেশ, রাজ্য। বারবার পুলিসি তদন্ত নিয়েও বিস্তর অভিযোগ ওঠে। সেই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। বহুবার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে। জানা যায়, প্রমাণ লোপাটের জন্য গ্রেফতার করা হয় তাদের।
এরপর কেটে গিয়েছে প্রায় আড়াই মাস। এইবার হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মনে করা হচ্ছে, টালা থানার প্রাক্তন ওসি যদি কোনওভাবে জামিন পেয়ে যান, তাহলে চাপ বাড়বে সিবিআইয়ের উপর। তার কারণ তদন্তের অগ্রগতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পাশাপাশি একের পর এক গ্রেফতারির পর যদি তারা জামিন পেয়ে যায়, তাহলে তদন্তের গতি নিয়ে প্রশ্ন জোরাল হবে।
Discussion about this post