ভোটের মাঝেই নজিরবিহীন কান্ড রায়গঞ্জে। ভোট দিতে গিয়ে ভিডিও করলেন মহিলা! বেরিয়ে তা দেখালেন তৃণমূল নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল রায়গঞ্জে। কীভাবে নিরাপত্তাবেষ্ঠনী এড়িয়ে মোবাইল নিয়ে ওই মহিলা ভিতরে প্রবেশ করলেন? কেনই বা ভিডিও দেখালেন তৃণমূল নেতাকে, তা নিয়ে উঠছে প্রশ্ন। রায়গঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ বিজেপি কর্মি বেবি মন্ডল। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও তাঁর প্রতি শাসকদলের কর্মীরা সন্দিহান ছিলেন। ভোট দিয়ে মোবাইলে ভিডিও তুলে এনেছিলেন তিনি। জানা যায়, বুথের পাশে বসেছিলেন রায়গঞ্জ পৌরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার। তিনি অরিন্দম সরকারকে ভোট দেবার ছবি দেখান। যা নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে। ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে ঢুকলেন ভোটার, এনিয়ে প্রশ্ন উঠেছে।
বেবি মন্ডলের দাবি, তিনি স্বেচ্ছায় ভোট দেবার ছবি তুলেছেন। কেউ তাকে ছবি তোলার জন্য জোর করেননি৷ বুথে মোবাইল নিয়ে যেতেও কেউ তাকে বাধা দেয়নি বলেই জানান বেবি। ছবি তোলার দায় বেবি মণ্ডলের উপরেই চাপালেন তৃণমূল নেতা অরিন্দম সরকার।
প্রসঙ্গত, বেবি মণ্ডল একসময় তৃণমূল কংগ্রেসেরই কর্মী ছিলেন। দলের সঙ্গে তাঁর মতপাথর্কের জেরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গত লোকসভা নির্বাচনের আগে ফের শাসকদলে ফিরে আসেন বেবি। কিন্তু, ভোটের সময় কীভাবে ফোন নিয়ে বুথে ঢুকলেন বেবি ? কেনই বা কেউ তাঁকে বাধা দিল না ? উঠছে সেই প্রশ্ন।
উপনির্বাচনের জন্য থমকে রয়েছে রাজ্যের উন্নয়ন। এই পরিস্থিতিতে কী করণীয়, তার সমাধান সূত্র খুঁজতে শনিবার দিল্লি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।...
Read more
Discussion about this post