রেড রোডে কার্নিভাল। যা একেবারে হইচই ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হল এই কার্নিভাল। ভিড় জমান টলিগঞ্জের একঝাঁক তারকা। কার্নিভালের মঞ্চে আলো করে দাঁড়ান তারা। কেউ কেউ নৃত্য প্রদর্শনও করেন। এইবারেও দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করা হয়েছিল রেডরোডে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনিক কর্তারা। সাংসদ থেকে নেতা নেত্রী তো বটেই। এছাড়াও উপস্থিত ছিলেন তারকা সাংসদরা। যেমন জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মূল মঞ্চে আলো করে দাঁড়িয়ে ছিলেন। এবং কার্নিভাল যে আনন্দের সঙ্গে উপভোগ করছেন, তা বোঝায় যাচ্ছিল।
কিন্তু এইবারে রাজ্যের পরিস্থিতি অন্যবারের তুলনায় আলাদা। আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, তারই প্রতিবাদ চলছে দিকে দিকে। এখনও অনশনরত জুনিয়র চিকিৎসকরা। একেবারে টালমাটাল পরিস্থিতি। তারমধ্যেই চলল পুজো। এরপরে মহা সমারোহে পুজো কার্নিভাল। যা নিয়ে অনেকেই নিন্দা করেছেন। সমালোচনার ঝড় উঠছে বিভিন্ন মহলে। এদিকে এইবার পুজো কার্নিভালে অনেক তারকাদের দেখা গেলেও বেশ কয়েকজন অনুপস্থিত। যাদের প্রত্যেকবারেই লক্ষ্য করা যায়, এবারে তারা কোথায়? এই প্রশ্নই উঠছে। নাকি তারা ট্রোলের ভয়ে এই অনুষ্ঠানে যোগ দেননি,,,,সেই প্রশ্নও উঠছে। এদের মধ্যে যাদের নাম সবথেকে বেশি করে উঠে আসছে সৌরভ দাস, তৃণা সাহা। কারণ, অন্যবার পুজো কার্নিভাল মঞ্চে দেখা গিয়েছিল তাদের। প্রসঙ্গত, সৌরভ দাস কিছু দিন আগে পর্যন্ত তৃণমূলের সদস্য ছিলেন। অন্যদিকে তৃণা সাহা তৃণমূলের সদস্য।
জানা গিয়েছে, সৌরভ নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছেন। তাই তিনি আসতে পারেনি। অন্যদিকে তৃণা সাহা নাকি অসুস্থ, তাই তিনি থাকতে পারেননি।
Discussion about this post