রেলের শৌচালয় নাকি পাঁচতারা হোটেল ধরতে পারবেন না। চোখ ধাঁধিয়ে যাবে আপনার। যেমন আধুনিকতা ঠিক তেমনই রয়েছে যাত্রীদের সুবিধা।
যারা সাধারণত ট্রেনের যাত্রী, প্রত্যেকে প্রায় শৌচালয় নিয়ে অসন্তুষ্ট থাকেন। এইবার সেই কথা মাথায় রেছে শিয়ালদা মেন শাখার একটি গুরত্বপূর্ণ স্টেশন বিধাননগর রোডে দুটি আধুনিক শৌচালয় বানানো হয়েছে। একটি রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এবং আর একটি চার নম্বর প্ল্যাটফর্মে।
যথেষ্ট ব্যস্তপূর্ণ স্টেশন বিধাননগর রোড স্টেশন। সেখানে যাত্রীদের একটি বড়সড় সমস্যা ছিল শৌচালয় নিয়ে। এইবার রেলের তরফে তা খতিয়ে দেখে তৈরি হল শৌচালয়। পাশাপাশি আধুনিকতার সঙ্গে সাজিয়ে তোলা হয়েছে এগুলি।
প্রত্যেকটি শৌচালয়ে সেন্সর ভিত্তিক অটো ফ্লাশিং মেকানিজম ব্যবহার করা হয়েছে। এমনকি কমপ্লেক্সের মেঝেতে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস লাগানো হয়েছে। এমনকি নান্দনিক সৌন্দর্য বাড়ানো হয়েছে। একটি বড় জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এই শৌচালয়। অন্তত একসঙ্গে ১০ জন ব্যক্তি এটি ব্যবহার করতে পারবেন। এরফলে প্রতিটি ইউরিনাল সেকশন প্রশস্ত হয়েছে। জলের অসুবিধা এড়াতে উঁচু মানের পোরসেলিন বেসিন তৈরি করা হয়েছে। জমা জল আটকাতেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্নত মানের ড্রেনেজ সিস্টেম করা হয়েছে। এমনকি যাত্রীরা যাতে সহজে ব্যবহার করে ট্রেন দ্রুত ধরতে পারেন, সেই কারণে প্ল্যাটফর্মের প্রবেশ এবং প্রস্থান এলাকার কাছে তৈরি করা হয়েছে।
প্রতিনিয়ত বিধাননগর স্টেশন রোডে যাত্রীদের চাপ থাকে। তবে এইবার আর শৌচালয় নিয়ে কারও কোনও অভিযোগ থাকবে না বলে মনে করা হচ্ছে। যা যাত্রীদের কাছেও অত্যন্ত খুশির খবর।
Discussion about this post