আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করার জন্য শিক্ষা দফতরের তরফে শোকজ নোটিস ধরানো হল হাওড়া জেলার তিন স্কুলকে। শুক্রবার বিকেলে আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ায় একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলে হাওড়ার বালুহাটি গার্লস হাই স্কুল, ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এবং হাওড়ার বালুহাটি হাই স্কুলের পড়ুয়ারা যোগ দিয়েছিলো বলে জানিয়েছে শিক্ষা দফতর। এই প্রতিবাদ মিছিলে কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা যোগ দিয়েছিল? তার কারণ জানতে চাওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে । ২৪ ঘণ্টার মধ্যে শোকজ নোটিসের জবাব চাওয়া হয়েছে। না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে শিক্ষা দফতরের পক্ষ থেকে। তবে স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে , ‘শিক্ষক বা অশিক্ষক কর্মীরা এই মিছিলে অংশ নেননি। স্কুল ছুটির পর পড়ুয়ারা অংশ নিয়েছিল। স্কুলে ওই দিন পঠনপাঠনও হয়। বালুহাটি গার্লস হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন সাহা বলেন, ‘শিক্ষক বা অশিক্ষক কর্মীরা এই মিছিলে অংশ নেননি। স্কুল ছুটির পর পড়ুয়ারা অংশ নিয়েছিল। স্কুলে ওই দিন পঠনপাঠন হয়। কেন শোকজ় করা হল, সেই বিষয়টি জানা নেই।’ এই নোটিস সামনে আসতেই রাজ্য সরকার তথা শাসকদলকে নিশানা করেছে বিরোধীরা। বিজেপি, সিপিএমের দাবি, আরজি কর-কাণ্ডে চাপে পড়েছে রাজ্য। তাই আন্দোলনকে দমিয়ে দিতে এমন পদক্ষেপ করা হচ্ছে।
সুপ্রিমকোর্টের রায়ে চাকরি বাতিল ২৬০০০ শিক্ষকের। এই রায়ে সবচেয়ে বড় ধাক্কা এলো যারা চাকরি করছিলেন তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের। কিন্তু...
Read more
Discussion about this post