আজ চার কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রাণাঘাট কেন্দ্রে ভোট চলছে। রানাঘাট বিধায়ক পদ খালি হয়ে যায় মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায়। তিনি বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সাংসদ হিসাবে প্রার্থী হন। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে তিনি হেরে যান। তাই বিধায়ক শূন্য হওয়ায় আবার উপনির্বাচন হচ্ছে। আর তা নিয়েই উত্তপ্ত হয়ে উঠেছে রানাঘাট। আজ রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে সকালবেলায় বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী।
এদিন ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপির উপর ক্ষোভ উগরে দেন তৃণমূল প্রার্থী। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কারণ কেন্দ্রীয় বিজেপির বাহিনী দল দাস হিসেবে কাজ করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন মুকুটমণি অধিকারী। এছাড়াও আবারও তার মুখে শোনা গেল গেরুয়া বসনধারী উগ্রপন্থীর কথা এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এরকম উগ্রপন্থীদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদের কাজ শুরু করেছে’।
তাঁর আরও অভিযোগ, ‘বিজেপি গেরুয়া জঙ্গিদের এখানে ঢোকাচ্ছে। বিজেপি বজরং দলের সদস্যদের রানাঘাটে ঢোকাচ্ছে। একইসঙ্গে বিজেপির ছেলেরাও নানা জায়গায় ঢুকে হামলা করছে বলে খবর। কিন্তু আমরা নো ভায়োলেন্সের পক্ষে।’ অন্যদিকে, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙা এলাকায় পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি তিনি। জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।
Discussion about this post