উত্তরবঙ্গের ৪ জেলায় লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। সময়ের সাথে সাথে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে।
উত্তরবঙ্গ
২৬ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার এই চার জেলাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার কারণেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে কুচবিহারে। ২৭ তারিখ উত্তর বঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,মালদা এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কালিম্পং এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে
দক্ষিণবঙ্গ
২৬ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাল অর্থাৎ ২৬ তারিখ তারিখ পশ্চিমবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে (পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একেবারেই থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Discussion about this post