এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, যারা কাকার বাড়ি,মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি। নির্বাচন এসেছে আমরা জনসাধারণের সামনে এসেছি, যাদের জনসাধারণের সামনে আসার মুখ নাই, প্রশ্নের উত্তর নাই, তারাই নির্বাচন কমিশন অফিসে প্যারেড করছে। পাশাপাশি বিজেপি রাজ্য ক্ষমতায় এলে মিথ্যা মামলায় জেল খাটা বিজেপি নেতা-কর্মীদের “সংগ্রামী ভাতা” দেওয়ার কথা শুভেন্দু অধিকারী বলার পরিপেক্ষিতে দিলীপ বাবু বলেন, ঠিকই আছে। যারা সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,পরিবারের লোক কে হত্যা করা হয়েছে, সম্পত্তি নষ্ট করা হয়েছে তাদের অবশ্যই প্রাপ্য এই ভাতা। আগেও তো যারা “মিসায়” জেল খেটেছে, তাদের কেও ভাতা দিয়েছে কেন্দ্র সরকার। প্রত্যেকদিনের মতো বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এরকম মন্তব্য করেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন প্রাতঃভ্রমণ ও চা-চক্রের মধ্যে দিয়ে জনসংযোগ সারার সাথে সাথে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন ইসুতে প্রশ্নের উত্তরে ঝাঁজ বারান দিলীপ বাবু।
গতকাল দুর্গাপুরে স্টিক হাতে নিয়ে মর্নিং ওয়ার্ক। বর্ধমানে কি কোন পরামর্শ আছে?
আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে। থাকলে তাদের ঠান্ডা করার আমার অন্য রাস্তাও আছে। সকাল বেলায় আমি ঘুরছিলাম আমার হাতে একজন স্টিক দিল সেটা নিয়ে আমি ঘুরছিলাম। সেটা আমার গাড়িতে আছে দরকার হলে বার করব।
এই এলাকায় শিক্ষক নিয়োগ সিবিআই তদন্তের নির্দেশ কি বলবেন?
সিবিআই ছাড়া এখানকার কোন অপরাধের কিনারা হয় না। এই রাজ্যের, সরকারের ওপর, প্রশাসনের উপর , পুলিশ, সিআইডি কারোর উপর ভরসা নেই, আমাদের নেই টি এম সির লোকেদের ভরসা নেই। সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয়, জাস্টিস দিতে হয়, অপরাধীদের যদি সাজা দিতে হয় , তাহলে সিবিএস আই চাই,ই ডি চাই।
এখন এনআইএ এসেছে। যে ধরনের রাষ্ট্র বিরোধী গতিবিধি হচ্ছে ,বোম ব্লাস্ট হচ্ছে তার বিরুদ্ধে এখানকার যে সরকার চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে কারণ কি তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত। খাগড়া গরের অপরাধী, আপনারা জানেন বোম ব্লাস্ট এখান থেকেই শুরু হয়েছিল। আমি এসেছিলাম সেই সময়। এই ধরনের ভয়ংকর, ভয়ংকর ঘটনা হয়েছে, সেই ঘটনার কিনারা হয়নি কাউকে সাজা দেয়া হয়নি পটাকা ফেটেছে বলে দেয়া হচ্ছে। এই সরকারের আমলে এত পটাকা ফাটছে কেন, এত বাড়িঘর উড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। হাত-পা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন বাড়ি উড়ে যাচ্ছে, চাল খাম্বা পর্যন্ত উড়ে যাচ্ছে যারা ওখানকার লোক তাদের হাত-পা আলাদা হচ্ছে। এরকম বিস্ফোরণ আমরা অন্য কোথাও দেখি না। সেজন্য এনায়েত তদন্ত করে এর পেছনে কি রহস্য বার করতে হবে।












Discussion about this post