ঢাকা রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” প্রদর্শন করার অভিযোগে কর্তৃপক্ষ এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ইতিমধ্যেই। ঘটনা তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন হরেছে। ঘটনাটি “অন্তর্ঘাতমূলক” কিনা, সেটা খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬ অক্টোবর সকালে কমলাপুর রেলস্টেশনে যাত্রী প্রবেশের প্রধান ফটকের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি ভেসে ওঠে। বিষয়টি রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ সেটি বন্ধ করে দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ২০২১ সালে স্টেশনে অনেক ডিজিটাল বোর্ড তৈরি করা হয়েছিল। রেল কর্তৃপক্ষ আরো জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন “ভোর ৫:৫৬ থেকে ৫:৫৮ মিনিট নাগাদ ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে।” পাশাপাশি বাংলাদেশের রেল নিরাপত্তা বাহিনীর এক কর্মীকে বদলি করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে রেল নিরাপত্তা বাহিনীর ওই কর্মীর বিরুদ্ধে। ঘটনার নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। শনিবারের এই ঘটনায় ঢাকা রেল পুলিশ থানায় মামলাও রুজু হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের হয়েছিল। সোমবার থেকে তাঁর বিচারপর্ব শুরু হচ্ছে। অপরদিকে, শেখ হাসিনা এখনও...
Read more
Discussion about this post