শিলিগুড়ি থেকে দার্জিলিং। আবার কবে চালু হবে টয় ট্রেন পরিষেবা। ‘জয় রাইড’ বাদ দিয়ে কবে পুরোপথে চলবে টয় ট্রেন? আশঙ্কা দীর্ঘদিন ধরে পুরোপথে টয় ট্রেন না চললে ইউনেস্কোর হেরিটেজ তকমা হারাতে পারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা বলেছেন, তাঁরা চেষ্টা করছেন দ্রুত এই পথে টয় ট্রেন চালু করার। অবশেষে শুরু হল টয় ট্রেন রাইড। রবিবার, ১৭ নভেম্বর থেকে আবার চেনা ছন্দে ফিরল টয় ট্রেন। রবিবার সকালে ৩৫ জন যাত্রীকে নিয়ে এনজিপি থেকে দার্জিলিঙের উদ্দেশে রওনা দিল পাহাড়ের ঐতিহ্যবাহী যান। কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দর কুমার-সহ অন্যান্য আধিকারিক সবুজ পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন। দীর্ঘ প্রায় সাড়ে চার মাস ধরেই শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেন পূর্ণাঙ্গ রুটে যাত্রা করল। মাঝে একবার চালানোর চেষ্টা করা হলেও, কয়েকদিনের মধ্যেই ফের বন্ধ হয়ে যায়. ধস নেমে। রবিবার সকাল ১০টায় দেশি-বিদেশী পর্যটক সহ মোট ৩৫ জন যাত্রী নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। অবশেষে প্রায় ৪ মাস পরে এই পরিষেবা চালু হওয়ায় বেজায় খুশি পর্যটনমহল। এবিষয়ে কাঠিহার ডিভিশনের ডিয়ার এম সুরেন্দ্র কুমার বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এতদিন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পুনরায় লাইন মেরামত করে দিনকয়েক ধরে সেই সমস্ত ট্র্যাকে ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে। এর পরে সব কিছু ঠিকঠাক করে আজ থেকে পুনরায় চালু হল এই পরিষেবা। খুব শীঘ্রই ঘুম ফেস্টিভ্য়াল হতে চলেছে, তার আগে এই পরিষেবা চালু করতে পেরে আমার খুশি। পর্যটকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় না পেয়ে নির্দ্বিধায় টয় ট্রেনে যাত্রা করুন।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post