হরিয়ানা এবং জম্মু- কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে। জম্মু- কাশ্মীরের ৯০ টি বিধানসভা আসনে তিনটি দফায় ভোটগ্রহণ হয়। এর মধ্যে হরিয়ানার ৯০টি আসনে এক দফায় নির্বাচন হয় ৫ অক্টোবর। একদিকে যেখানে বিজেপি তৃতীয়বারের মতো হরিয়ানায় ক্ষমতায় ফেরার আশা করছে, অন্যদিকে কংগ্রেসও ফেরার সম্ভাবনা দেখছে। কিছুক্ষণ আগেই একটি আসন কমে এসেছিল তাদের। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফের বিজেপি ৪৯টি আসনে এগিয়ে গিয়েছে। কংগ্রেস এগিয়ে ছিল ৩৫টি আসনে। তবে এবার ৫০টিরও বেশি আসনে এগিয়ে গেল বিজেপি। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য, ৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস বর্তমানে এগিয়ে রয়েছে ৩৪টি আসনে। আইএনএলডি এবং বিএসপি এগিয়ে রয়েছে একটি করে আসনে। অন্যেরা এগিয়ে রয়েছে তিনটি আসনে। দুপুর দুটোর পরিসংখ্যান অনুযায়ী সকালে গণনার প্রথম পর্বে অনেকটা এগিয়ে ছিল কংগ্রেস। সহজ জয় আসছে ধরে, উদযাপন শুরু করেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু, বেলা বাড়তেই পাল্টে গিয়েছে ছবিটা। এখন তৃতীয়বারের মতো সরকার গড়ার জন্য এগিয়ে বিজেপি। নির্কাবাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ৪৯টি আসনে হয় জিতেছে নয়তো এগিয়ে রয়েছে বিজেপি। তাই এবার বাদশাপুরের বিজেপি প্রার্থী, রাও নরবীরের কার্যালয়ের বাইরে উদযাপন শুরু করলেন বিজেপি সমর্থকরা। ৭টি এক্সিট পোল বলেছিল, কংগ্রেস ৫৫টির বেশি আসনে জিতবে। যা ম্যাজিক ফিগারের থেকে বেশি। অন্যদিকে, বিজেপি ২৬টিতে জিততে পারে। এদিকে গণনা শুরু হওয়ার আগেই এদিন নয়া দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে বিজয়োৎসব শুরু হয়ে যায়। দলীয় সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে নাচে মেতে ওঠেন।
শীতের বিরতি রাজ্যে। সারাদিন মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস।দক্ষিণবঙ্গের ১০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সামান্য...
Read more
Discussion about this post