কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশের তিরুপতির দুটি হোটেলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এবার তিরুপতির ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন আইসিস সন্ত্রাসীরা মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। জানা গিয়েছে, ২৭ অক্টোবর খবর ছড়ায় মন্দিরে বোমা রাখা আছে বলে। পুলিশ জানিয়েছে, একটি ইমেল আসে যাতে লেখা মন্দিরটিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তদন্তে উঠে আসে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা এই ইমেল পাঠিয়েছে। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং ডগ স্কোয়াডের দল নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। কিন্তু ঘটনাস্থল থেকে কোনও সন্দেহজনক জিনিস বা বিস্ফোরক উদ্ধার হয়নি। তিরুপতি থানায় অভিযোগ দায়ের করেন মন্দির কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিয়ে যাওয়া হয় ডগ স্কোয়াডকেও। গোটা মন্দির চত্বর আঁতিপাঁতি করে খোঁজা হয়। কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। তিরুপতি শহর বরাবরই দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ে। মন্দির-শহরে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। সেখানেই পরপর বোমাতঙ্কের উড়ো হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এমন ঘটনায় বিঘ্নিত হচ্ছে নিরাপত্তাও। প্রসঙ্গত, গত শনিবারও তিরুপতির দুটি নাম করা হোটেলে বোমা হামলার হুমকি এসেছিল। যদিও তল্লাশির চালানোর পরে জানা যায় সবটাই ছিল ভুয়ো। শুধু হোটেল বা মন্দির নয়, বিগত কয়েকদিনে বোমাতঙ্ক ছড়িয়েছে একাধিক বিমানেও। রবিবারই কমপক্ষে ৫০টি বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছে বলে খবর। কিন্তু বারবার এমনটা কেন ঘটানো হচ্ছে তার কোনও উত্তর পাচ্ছেন না পুলিশ বা গোয়েন্দারা।
রাজ্যে শীতের শুরু অর্থাৎ ডিসেম্বর মাস মানেই পর্যটকরা ভীড় জমায় সমুদ্র সৈকত দীঘা ও মন্দারমণিতে। আর এই ভরা পর্যটন মরশুমের...
Read more
Discussion about this post