রাজ্যের পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যে একাধিক পুরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এরই মধ্যে, গতবছর ৭ই জুন ২০২৩ হঠাৎই শান্তিপুর পৌরসভায় হানা দেয় সিবিআই প্রতিনিধি দল, প্রসঙ্গ পুরো নিয়োগ দুর্নীতি। এরপর গত বছর ২৬ জুলাই কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পৌরসভাকে। তখনই সিবিআই দপ্তরে সিবিআই এর ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিল শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পৌরসভা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। ২৬ জুলাই ২০২৪ সিবিআই তলবের এক বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পৌরসভাকে ক্লিনচিট দিল সিবিআই। আর তাতেই রীতিমতো আনন্দিত শান্তিপুরবাসী সহ শান্তিপুর পৌরসভার আধিকারিকরা এবং চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজেও।
এদিন শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, ‘শান্তিপুর পুরসভা সততা এবং স্বচ্ছতার সঙ্গে চলে। ১৮টি নিয়োগ সংক্রান্ত বিষয়ে গত বছর জুন মাসে সিবিআই আমাদের কাছে জানতে চেয়েছিল। সেই সময়ই আমাদের নিয়োগ প্রক্রিয়া কী ভাবে হয়েছিল, তার সমস্ত তথ্য সিবিআইয়ের কাছে দেখিয়েছিলাম। এর আগেও স্বচ্ছতার সঙ্গে পুরবোর্ড চালানো হয়েছে। আমাদের সময়েও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গেই বোর্ড চালানো হয়েছে।’
প্রসঙ্গত, ৬০ টি পৌরসভাকে নিয়ে চলছিল এই পুর নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত। তবে রাজ্যের ৩ টি পৌরসভা বাদে বাকি ৫৭ টা পৌরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। ক্লিনচিট পেল শান্তিপুর, পানিহাটি, টাকি পৌরসভা।
Discussion about this post