১৬ বছরের শাসন। রাতারাতি গদি উলটেছে হাসিনা সরকারের। গণ আন্দোলনের মুখে পড়ে পতন হয়েছে আওয়ামি লীগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা।বাংলাদেশে শেখ হাসিনা-বিরোধী ছাত্রবিক্ষোভ কোনও হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। বরং পরিকল্পিত এবং শৃঙ্খলাবদ্ধ একটি আন্দোলন। আমেরিকায় দাঁড়িয়ে এমনই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এই আন্দোলনের নেপথ্যে থাকা মাথার নামও প্রকাশ্যে এনেছেন তিনি। বুধবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ইউনূস এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। মোহম্মদ বলেন, ‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনও আকস্মিক ঘটনা নয়। এর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই প্রতিবাদের পিছনে কে ছিল সেটা কেউ বলতে পারবে না।’ এইটুকু বলার পর তাঁর মুখে শোনা যায়, মেহফুজ আবদুল্লা নামে একজন ব্যক্তির নাম। এই ব্যক্তিই নাকি দায়ী শেখ হাসিনার পতনের জন্য। ইনি কে? তা বিস্তারিতভাবে বলেননি ইউনূস। এরপরই ইউনূস ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের ‘হিংসাত্মক’ পদক্ষেপের বিষয়েও কথাও বলেন। তিনি জানান, ‘কীভাবে ছাত্ররা নির্ভয়ে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে’। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে, তার কোনো সময়সীমা তাঁর কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে, তারা সামনের মাসগুলোতে সংস্কারের সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। এদিকে আমেরিকার মাটিতে গিয়ে আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান। মার্কিন মুলুকে সৌহার্দ্যমূলক পরিবেশে কথা হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী শাহবাজকে সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেন ইউনুস। তাতে নাকি ইতিবাচক সাড়া দিয়েছেন শাহবাজ। এর আগে ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বন্ধুত্বের বার্তা দেন ইউনূস। হাইকমিশনার মারুফ স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেন, সম্প্রতি ঘোষিত ভিসা ফি-মুক্ত প্রবেশ সুবিধা দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করবে।
বাংলাদেশে আওয়ামী লিগের সরকারের পতনের পর থেকেই ভারতীয় দূতাবাস কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি সেখান থেকে ভিসা প্রদান কার্যক্রমও বন্ধ...
Read more
Discussion about this post