জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভাল আটকাতে কলকাতা পুলিশ ১৬৩ ধারা জারী করলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস। মঙ্গলবার বিচারপতি রবি কিষান কাপুরের বেঞ্চে ওঠে মামলাটি। ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’ থেকে অশান্তি ছড়াতে পারে। তাই এই কার্নিভালের অনুমতি দেয়নি পুলিশ। বরং রানি রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়। কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে রাজ্য সরকার ফের ধাক্কা খায়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, জুনিয়র ডাক্তারদের কার্নিভালে কোনও বাধা নেই। বরং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ। আরজি কর কান্ডের ন্যায় বিচার চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ডাক্তাররা। আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চার জন জুনিয়র ডাক্তার হাসপাতলে চিকিৎসাধীন। মঙ্গলবার কলকাতায় পুজো কার্নিভাল রয়েছে। পাশাপাশি ডাক্তারদের পক্ষ থেকে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। মুখ্য সচিব আগেই ডাক্তারদের ইমেল করে দ্রোহের কার্নিভাল বাতিল করার কথা বলেছিলেন। কলকাতা পুলিশ ছাড়পত্র দেয়নি জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভালের। তবে তবে ডাক্তাররা সব জানিয়ে দিয়েছে, তারা কার্নিভাল কর্মসূচি করবেই। কলকাতা পুলিশ এই বিষয়ে ১৬৩ ধারা জারি করলে হাইকোর্টের দ্বারস্থ হন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। দ্রুত শুনানির আবেদন চেয়ে টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সেই আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার বিচারপতি রবি কিষান কাপুরের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদনও করেছিলেন রাজ্যের এডভোকেট জেনারেল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের জারি করা ১৪৪ ধারাও খারিজ করে দিয়েছে আদালত। আর হাইকোর্টের নির্দেশের পর রানি রাসমণি রোডে সরিয়ে নেওয়া হয়েছে সমস্ত ব্যারিকেড। ফাঁকা করে দেওয়া হয়েছে রাস্তা।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post