দিনের শুরুতেই রোদ ঝলমলে আকাশ। যদিও জলীয় বাষ্পের আধিক্য কম বলে, আর্দ্রতাজনিত চরম অস্বস্তিতেও ভুগতে হচ্ছে না। বাংলায় এবার শুষ্ক আবহাওয়ার মরশুম শুরু। কিন্তু ঘূর্ণিঝড় ‘ডানা’ সরে গেলেও, চলতি সপ্তাহেও বৃষ্টি থেকে রেহাই পাওয়া যাবে না। আর কিছু দিন পরেই কালীপুজো। তার আগেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস জানাচ্ছে , আজ, সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনও জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। এমনকি ভারী বৃষ্টিরও পূর্বাভাস নেই কোনও জেলায়।
পাশাপাশি আজ উত্তরবঙ্গে পার্বত্য দুই জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই বহাল থাকবে।
চলতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার, কালীপুজোর দিনেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে শহরতলি কলকাতা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। মূলত এই গোটা সপ্তাহেই কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। এমনকি গোটা মাস জুড়ে হালকা বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া পাওয়া যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস । তবে আপাতত ভারি বৃষ্টির কোনও আশঙ্কা নেই।
Discussion about this post