উৎসবের মরসুমে সাজো সাজো রব বাংলার নানান প্রান্তে। দেব সেনাপতি কার্তিকের পুজো এবার দোরগোড়ায়।
প্রতি বছর কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে পালিত হয় কার্তিক পুজো৷ এ বছর কার্তিকপুজো পড়েছে ১৬ নভেম্বর,শনিবার৷
সন্তানের মঙ্গলকামনা কার্তিকপুজো করেন ভক্তরা৷ বাড়িতে সহজ কিছু নিয়মেই মেনেই করা যায় মহাদেব- পার্বতীর পুত্র কার্তিকের পুজো৷
তবে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে দেবসেনাপতি কার্তিকের কিছু পছন্দের জিনিস, যা দিয়ে পুজো করলে সন্তুষ্ট হন দেব কার্তিক।
১ পুজোর সময় কার্তিকের মূর্তির পাশে অবশ্যই একটা বাঁশি, তীর-ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন।
২ কার্তিক পূর্ণিমায় ঘরে আনুন ময়ূরের পালক। বলা হয় , বাড়িতে ময়ূরের পালক রাখলে তা বিভিন্ন ঝুট ঝামেলা থেকে মুক্তি দেয়।
৩ কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন। এ ছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করুন।
৪ দেবসেনাপতি কার্তিকের সবথেকে প্রিয় ফুল হল রক্তকরবী৷ তাঁর পুজোয় এই ফুল দিতে ভুলবেন না৷ লাল করবী ছাড়া দিতে পারেন হলুদ ও সাদা করবীও৷
এছাড়াও কার্তিকের অত্যন্ত প্রিয় ফুল হল পদ্ম এবং লাল গোলাপ৷ পাশাপাশি তাঁর পায়ে নিবেদন করতে পারেন চাঁপাফুল৷ গাঁদা, নীল অপরাজিতাও দিতে পারেন কার্তিক ঠাকুরের পুজোয়৷
৫ কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে।
৬ ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে রেখে দিন। এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়।
৭ কার্তিক পুজোর দিন সকালবেলা তুলসী গাছের পুজো করুন। এবং সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন।
৮ শিশুরা যে সব খেলনা নিয়ে খেলতে ভালবাসে, সেই ধরনের কিছু খেলনা কার্তিক পুজোর স্থানে রেখে দিন।
সুসন্তান লাভ ও পরিবারের মঙ্গল কামনায় এই কিছু টোটকা মানলেই আপনি আশীর্বাদ পেতে পারেন দেবসেনপতি কার্তিকের।
Discussion about this post