ঘন কুয়াশার চাদর ও কনকনে শীত, এগুলো ছাড়া ডিসেম্বর মাস যেন সম্পূর্ণই হয়না। চলতি বছর ডিসেম্বর শুরু হলেও ঠান্ডা সেভাবে অনুভত হয়নি। তবে শনিবার রাজ্যের আবহাওয়া তার বহুপ্রতীক্ষিত রূপ ধারণ করেছে। দিনের শুরুতেই থেকেই কনকনে ঠান্ডার শিরশিরানি এবং ঘন কুয়াশার চাদরে বঙ্গের বিভিন্ন জেলায়।
আগামী সপ্তাহের শুরু হতেই পশ্চিমী ঝঞ্ঝায় শীত বাধাপ্রাপ্ত। ফের বাড়তে পারে তাপমাত্রা, তবে তা ক্ষণস্থায়ী। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রবিবার। এর মাঝে দক্ষিণবঙ্গের আট জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির সংকেত মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। কিন্তু চলতি সপ্তাহের শেষ দিন পর্যন্ত রাতে উত্তুরে হাওয়ার দাপটে নামবে তাপমাত্রার পারদ। তাপমাত্রা নামবে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ ও কাল মাঝারি কুয়াশার সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে।
বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। উত্তরবঙ্গে আজ বা কাল রাতে তুষারপাতের প্রবল সম্ভবনা দার্জিলিংয়ে। উঁচু পার্বত্য এলাকা গুলিতে শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা। আজ বিকেলের পর থেকে পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের আরও তিন জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ও হালকা বৃষ্টির সম্ভাবনা।
আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। শহরতলি জুড়ে রাতের তাপমাত্রা নামতে পারে। নতুন করে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। আজ ও কাল রাতে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার ফের হাওয়া বদল বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতা রাতের তাপমাত্রা ১৬.৭ থেকে সামান্য কমে ১৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৭ শতাংশ।
Discussion about this post