ভারতে থাকলে মুখ বন্ধ রাখুন, হাসিনাকে চরম হুঁশিয়ারি মহম্মদ ইউনূসের। পাশাপাশি তিনি এও বলেছেন, তা না হলে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকবে। শেখ হাসিনাকে নিয়ে বিরাট মন্তব্য! তাতেই শুরু হয়েছে জোর চর্চা। হাসিনাকে এবার চরম হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহম্মদ ইউনূস। স্পষ্টভাবে হুঁশিয়ারি তিনি জানিয়ে দিয়েছে ভারতে থেকে হাসিনা যদি মুখ বন্ধ না রাখেন তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি অনিবার্য্য। এই আবহেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য শর্ত আরোপ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, এই সম্পর্ক হতে হবে স্বচ্ছতা এবং সমতার ভিত্তিতে। শুধুমাত্র ভারত নয়, প্রতিবেশী দেশগুলির সঙ্গেও একই নীতিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ইউনূস। ভারতের সঙ্গে বাংলাদেশ কোন নীতি নিয়ে চলবে তা এ বার স্পষ্ট করলেন ইউনূস সরকারের উপদেষ্টা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ভারতের সঙ্গে ‘চোখে চোখ রেখে’ কথা বলবেন তাঁরা। বাংলাদেশ আর ভারতের ‘তাঁবেদারি’ করবে না বলেও জানিয়েছেন ইউনুস। অবশেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা সফরে আসছে ভারতীয় প্রতিনিধি দল। আগামী ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের পরবর্তী রাউন্ডে যোগ দিতে ঢাকা সফর করার কথা রয়েছে তাদের। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন গতকাল তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা ঢাকা-দিল্লি স্বাভাবিক সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি এবং এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ।’ এই আবহেই নয়াদিল্লি-ঢাকা স্নায়ুর লড়াইয়ের মধ্যে ভারতকে শান্তি ফেরানোর বার্তা দিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই প্রসঙ্গে অবশ্য পাল্টা বিএনপি নেতৃত্বের বক্তব্য, তাঁরা সরকারে নেই। ফলে অন্তর্বর্তী সরকার কী ভাবে বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে সে ব্যাপারে তাঁদের কোনও হাত নেই। এক বিএনপি নেতার কথায়, ‘এই কারণেই আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক, রাজনৈতিক একটি সরকার চাইছি, যাকে অন্য দেশ সম্মান করবে। সে ক্ষেত্রে সেই সরকারের নির্দিষ্ট বিদেশনীতি, কর্মসূচি, প্রতিবেশী নীতি থাকবে। আবার এটাও ঘটনা, গত ১৫ বছরে আমাদের বিরুদ্ধে এক লাখ ৬২ হাজার মামলা হয়েছে, যার মধ্যে অনেক হিন্দুও রয়েছেন। তখন তো ভারত কিছু বলে না। যে কারণেই হোক আওয়ামী লীগ সংখ্যালঘুদের বেশি পছন্দ করে। কিন্তু রাজনীতি করলে তিনি আওয়ামী লীগের পরিচয়ে চিহ্নিত আর কোনও রাজনৈতিক সংঘর্ষ হলেই সে সংখ্যালঘুর পরিচয় নেবে, এটা তো ঠিক নয়।’ অবশ্য, প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ঢাকা জানিয়েছেন, “ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে, আমরা তা প্রশমিত করতে চাইছি। এই উত্তেজনা অনলাইনে কৃত্রিম ভাবে ছড়ানো হচ্ছে। আমি ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানাচ্ছি, তাঁরা এসে বাংলাদেশের পরিস্থিতি নিজের চোখে দেখে তারপর সিদ্ধান্তে আসুন। কিছু ঘটনা ঘটেছে যা নিন্দনীয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রামে পুলিশি নিরাপত্তা কতটা বাড়ানো হয়েছে তা আপনারা সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন।”
পৌষেও বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও জারি। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত।...
Read more
Discussion about this post