গাজায় একটি মসজিদ ও একটি স্কুলে ইজরায়েলের দুটি হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস রবিবার ইজরায়েলকে “দুটি নৃশংস গণহত্যার” জন্য অভিযুক্ত করেছে, বলেছে যে হামলাগুলি একটি হাসপাতাল সংলগ্ন আল-আকসা শহীদ মসজিদ এবং ইবনে রুশদ স্কুলকে নিশানা করে করা হয়েছে। আল-আকসা মসজিদ এবং ইবনে রুশদ ভবন শত শত বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে এবং জানিয়েছে যে ২৪ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৯৩ জন আহত হয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে বলেছে যে তাদের যুদ্ধবিমানগুলি একটি স্কুলের অভ্যন্তরে কর্মরত “হামাস সন্ত্রাসীদের” নিশানা করছিল। আইডিএফ আরও জানিয়েছে, আল-আকসা মসজিদ, যেটিতে বোমা হামলাও হয়েছিল, সেটি হামাসের কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করেছিল। “এই কমান্ড ও কন্ট্রোল সেন্টারগুলি হামাস সন্ত্রাসীরা আইডিএফ সৈন্য এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও চালানোর জন্য ব্যবহার করেছিল” জানিয়েছে আইডিএফ। আইডিএফ দাবি করেছে যে এই ঘটনাটি হামাসের বেসামরিক অবকাঠামোর পদ্ধতিগত অপব্যবহারের আরও এক নমুনা। প্যালেস্টাইনের ছিটমহলের উপর নির্বিচারে হামলা চালানো এবং এর স্থল অভিযানের জন্য ইজরায়েল ইতিপূর্বেব্যাপকভাবে সমালোচিত হয়েছে। গত অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর পশ্চিম জেরুজালেম গাজায় তাদের আক্রমণ শুরু করে। গত ১ বছর যাবৎ চলমানইসরায়েল-হামাস যুদ্ধে এ পর্যন্ত ৪১ হাজারেরও বেশি প্যালেস্টিনীয় এবং ১১০০জন ইজরায়েলির জীবন দাবি করেছে বলে সরকারী তথ্য থেকে জানা গিয়েছে।
ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাংলাদেশকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলল সে দেশের অন্তবর্তী সরকার। যদিও ভারতের তরফে...
Read more
Discussion about this post