নববধূর জীবনের নয়া ইনিংসে নতুন চমক দিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছিল বিয়ে বাড়িতে। বাজছে সানাই। ফুল দিয়ে সাজানো মঞ্চ। বিয়ে বাড়িতে আমন্ত্রিতরাও আসছেন একে একে। চলছে উপহার দেওয়ার পালা। এরই মাঝে শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন নববধূ। কামারহাটিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। সেখানেই গত শনিবার নিমন্ত্রণে গিয়ে নববধূ রাখি রায়কে মিসড কল-এর মাধ্যমে বিজেপির সদস্যপদ গ্রহণ করিয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর এই উদ্যোগকেই কটাক্ষ করেছেন কুণাল। তিনি বলেন, ‘এ পাগল নাকি! মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ? বিয়েবাড়িতে গিয়ে শমীক ভট্টাচার্য নববধূকে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করছে। এর থেকে তো শমীক ভট্টাচার্য নিজে বিয়ে করে বউকে দিয়ে মিসড কল দেওয়াত। ওঁর বিয়েটাও হত, সদস্যও পেত। এটা কোনও রাজনৈতিক দলে হয় নাকি! বিয়েবাড়ি খেতে গিয়ে নববধূকে দিয়ে মিসড কল করিয়ে বলব, পার্টিতে আসুন! আমি শমীককে বলব, ও যথেষ্ট সবুজ মনের, সাহিত্যিক। ও বিয়ে করুক। ও বিয়ে করে নিজের বউকে দিয়ে মিসড কল দেওয়াক। আমার জীবনে তুমি এসো। পার্টিতেও এসো’। শুধু তাই নয়, শমীক ভট্টাচার্য বিয়ে করলে, সেই বিয়েতে নিজে নিমন্ত্রিত থাকারও ইচ্ছাপ্রকাশ করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘সেই বিয়েতে আমি নিজেও যাব। আর কেউ যাক না যাক, কুণাল ঘোষ যাবে।’ কার্যত, ভরা বিয়ের মরশুমে শমীককে খোঁচা দিলেন কুণাল। তবে বিয়ের ফুল ফুটবে নাকি সময় বলবে, কিন্তু অভিনব এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। প্রসঙ্গত, শুধুমাত্র শমীক নন, সম্প্রতি বিজেপি নেতা ধ্রুব সাহাও একইভাবে নবদম্পতিকে বিজেপিতে যোগদান করিয়েছেন। এই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তাঁর বক্তব্য, ‘আসলে দিল্লির নেতারা এসে এক কোটি লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছে। যে পদ্ধতিতে সদস্যপদ গ্রহণ চলছে, তা অত্যন্ত হাস্যকর।’ সব শুনে শমীক বলেন, ‘আমার যদি বিবাহের কোনও সম্ভাবনাও থেকে থাকে, তাহলেও আমি কেন কুণাল ঘোষকে নিমন্ত্রণ করতে যাব? ওঁ কি ওঁর কোনও বিবাহ বার্ষিকীতে আমাকে নিমন্ত্রণ করেছেন? আমাকে তো নিমন্ত্রণ করতে পারত। আমি তাহলে কেন আমার বিয়েতে ডাকতে যাব?’
ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার আর ব়্যাগিং নয়, কাঠগড়ায় অধ্যাপক। পরীক্ষার খাতায় বেনিয়মের অভিযোগ। জানা গিয়েছে, খাতা না দেখে নম্বর...
Read more
Discussion about this post