হাসপাতাল কিংবা নার্সিংহোমে চিকিৎসা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ভুয়ো চিকিৎসক পাকড়াও হন। কিন্তু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে যে ঘটনা ঘটেছে তা শুনলে চমকে যাবেন। রোগী পরিষেবা দিতে খোলা হল হাসপাতাল। কিন্তু তা একদিনের মধ্যেই বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, হাসপাতাল খুললেন যারা সেই ৫ জন ডাক্তারকেও আটক করেছে পুলিশ। কারণ তাঁরা ভুয়ো ডাক্তার। সরকারের চোখে ধুলে দিয়ে একজোট হয়ে পাঁচজন খুলে ফেলেছিলেন একটা গোটা হাসপাতাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাটে। পুলিশ জানিয়েছে, সুরাটের পাণ্ডেসারা এলাকায় জনসেভা নামে মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল খুলেছিলেন ৫ জন। ওই স্বাস্থ্যকেন্দ্রের নাম জনসেবা মাল্টিস্পেশালিটি হসপিটাল। ‘এনডিটিভি’-র একটি প্রতিবেদন অনুযায়ী, রবিবার সুরাতের পান্ডেসরা এলাকায় হাসপাতালটির উদ্বোধন হয়। ধুমধাম করে পালিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নাম দেওয়া হয় শীর্ষ প্রশাসনিক আধিকারিক ও পুলিশের কর্মকর্তাদের। অথচ অভিযোগ, এ বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগই করা হয়নি। আরও জানা গিয়েছে, হাসপাতালটির পাঁচ জন সহ-প্রতিষ্ঠাতার মধ্যে অন্তত দু’জনের স্নাতক স্তরের শংসাপত্র ভুয়ো। বাকি তিন জনের শংসাপত্র নিয়েও সন্দেহ রয়েছে। পুলিশের দাবি, ওই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আমন্ত্রিত ‘ডাক্তার’ বিআর শুক্লের বিরুদ্ধে গুজরাত মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাক্টের অধীনে একটি মামলাও রয়েছে। তাঁর আয়ুর্বেদ শিক্ষার শংসাপত্র নিয়েও একাধিক বার প্রশ্ন উঠেছে নানা মহলে। এর পরেই পদক্ষেপ করেছে প্রশাসন।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post